অক্টোবর সেবা মাস উপলক্ষে চট্টগ্রামে লায়ন্সের বর্ণাঢ্য র্যালী
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর উদ্যোগে অক্টোবর সেবা মাস উপলক্ষে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার সময় নগরীর এম এ আজিজ স্টেডিয়াম থেকে শুরু হয়ে র্যালীটি খুলশী জাকির হোসেন রোডস্থ লায়ন্স কমপ্লেক্সে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বর্ণিল সাজে বাদ্যযন্ত্রের তালে তালে পতাকা উচিয়ে লায়ন্স ও লিও সদস্যরা র্যালীতে অংশগ্রহণ করে। র্যালীতে নানা রংয়ের সাজ, পরিবেশ বান্ধব নানা বার্তা নগরবাসীর হৃদয় কাড়ে। লায়ন্স ক্লাবের আন্তর্জাতিক রীতি অনুযায়ী প্রতিবছর অক্টোবর মাসকে সেবা মাস হিসেবে গণ্য করা হয়। সেবা মাসকে তুলে ধরতে বর্ণাঢ্য র্যালীর আয়োজন লায়ন্সের ঐতিহ্যের সাথে মিশে আছে।
লায়ন্স জেলা গভর্ণরের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালীতে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো। র্যালীটি সিএলএফ কমপ্লেক্সে গিয়ে সংক্ষিত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন লায়ন্স জেলা গভর্ণর শেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী, দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন কহিনুর কামাল, কেবিনেট সেক্রেটারী লায়ন হাসান মাহমুদ চৌধুরী, ট্রেজারার পারভীন মাহমুদ এফসিএ, র্যালী কমিটির চেয়ারম্যান লায়ন গোলাম মহিউদ্দিন বাবুল, সদস্য সচিব লায়ন মির্জা এমডি জাহিদ হোসাইন, অক্টোবর সেবা মাস উদযাপন কমিটির সেক্রেটারী লায়ন হুমায়ুন কবির, লিও ক্লাবস চেয়ারপার্সন লায়ন আনিসুল হক চৌধুরী, ইয়ূথ এক্সচেঞ্জ চেয়ারম্যান লায়ন নিশাত ইমরান।
শেষে বর্ণাঢ্য সাজে অংশগ্রহণ করে নানা সামাজিক ও মানবিক বার্তা উপস্থাপনের জন্য ১০টি লিও ক্লাবকে পুরস্কৃত করা হয়। এতে প্রথম স্থান অধিকার করেছেন লিও ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটি, দ্বিতীয় স্থান অধিকার করেছেন লিও ক্লাব অব চিটাগাং, তৃতীয় স্থান অধিকার করেছেন লিও ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটন।
লায়ন্সের সেবার সূর্য কখনও অস্ত যায় না : জেলা গভর্ণর – CTG SANGBAD24
গুণগত সেবা ও নেতৃত্ব বিকাশে লায়ন্সরা বিশ্বময় অনবদ্য : লায়ন্স জেলা গভর্ণর – CTG SANGBAD24
কসমোপলিটন লায়ন্স ক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন – CTG SANGBAD24
লায়ন্স চক্ষু হাসপাতালের সরু সড়কে বেআইনী দোকান নির্মাণের অভিযোগ – CTG SANGBAD24
লায়ন্স জেলা রিজিয়ন-২ এর ফেলোশীপ মিটিং সম্পন্ন – CTG SANGBAD24
লায়ন্স ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং – CTG SANGBAD24
এরিস্টোক্রেট লায়ন্স ক্লাবের দায়িত্ব হস্তান্তর – CTG SANGBAD24
চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত – CTG SANGBAD24
লায়ন্স জেলা গভর্ণর সামসুদ্দিন সিদ্দিকীকে অভ্যর্থনা জানালো বন্ধন লিও ক্লাব – CTG SANGBAD24
এরিস্টোক্রেট এলিট লায়ন্স ক্লাবের নতুন কমিটি – CTG SANGBAD24
ডায়নামিক সিটি লায়ন্স ক্লাবের সেবার্বষের কার্যক্রম শুরু – CTG SANGBAD24
লায়ন্স সেবাবর্ষের উদ্বোধনী দিনে বন্ধন লিও ক্লাবের হামদ নাত কেরাত প্রতিযোগিতা – CTG SANGBAD24
মালয়েশিয়ায় অগ্রণী ব্যাংক রেমিট্যান্স হাউজের নতুন সিইও সুলতান আহমেদ – CTG SANGBAD24
আবীরকে সভাপতি, আরমানকে সেক্রেটারী, জসিকে ট্রেজারার করে বন্ধন লিও ক্লাবের নতুন কমিটি – CTG SANGBAD24