লায়ন্স জেলা রিজিয়ন-২ এর ফেলোশীপ মিটিং সম্পন্ন

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন রিজিয়ন-২ এর ফেলোশীপ মিটিং নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আশীষ ভট্টাচার্য্য এমজেএফ এর সভাপতিত্বে ও রিজিয়ন এর আওতাধীন দুই জোন চেয়ারপার্সন লায়ন কাজী আলী আকবর জাসেদ এবং লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় ৭টি ক্লাবের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

সভায় ৭টি ক্লাবের সভাপতি, সেক্রেটারী, ট্রেজারারগণ তাদের গত দুই মাসের কার্যক্রমের বিস্তারিত রিপোর্ট উপস্থাপন করেন। ক্লাবগুলোর সমন্বয়ে যৌথ সেবা কার্যক্রম এবং প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিন্ধান্ত গৃহীত হয়। ইতোমধ্যে অনুষ্ঠিত সেবা কার্যক্রম তুলে ধরার পাশাপাশি আসন্ন অক্টোবর সেবা মাসে ক্লাবসমূহের সেবা কার্যক্রম পরিচালনায় পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন জোন চেয়ারপার্সনদ্বয়। ক্লাব সমূহের ইন্টারন্যাশনাল ও ডিস্ট্রিক্ট ডিউজ পরিশোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রতিও সভায় গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আশীষ ভট্টাচার্য্য বলেন, ক্লাবের কোয়ালিটি মেম্বারশীপ বাড়ানোর মধ্য দিয়ে সেবা কার্যক্রম জোরদার করতে হবে। নেতৃত্ব বিকাশে প্রশিক্ষণ কর্মশালা তথা সিনিয়রদের গাইডলাইন অনুসরণ করে এগুলে মানবতার সেবার পাশাপাশি গুণগত নেতৃত্ব যেমন তৈরী হবে, তেমনি নিজেদের মধ্যে আন্তঃযোগাযোগও বৃদ্ধি পাবে। এ বছরের জেলা গভর্ণরের ডাক “লাভ অল, সার্ভ অল“ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন কাজী আশীক ওয়াহিদ, লায়ন আব্দুল আজিজ, লায়ন মিরাজ উদ্দিন, লায়ন এমডি ইসমাইল, লায়ন এমএইচ শাহ বেলাল, লায়ন ইঞ্জিনিয়ার নাঈম সরোয়ার জিতু, লায়ন ফখরুল ইসলাম, লায়ন এমডি আনোয়ার হোসাইন, লায়ন রোখসানা মাহবুবা, লায়ন দেবাশীষ দে, লায়ন আবু জাফর, লায়ন আবু তাহের, লায়ন জাহেদুল হাসান, লায়ন ইঞ্জি.কাউসার, লায়ন সাইফুল্ল্যাহ প্রমুখ।

আরও পড়ুন