রাঙ্গুনিয়া বেতাগী আস্তানা শরীফে ইম্পেরিয়াল সিটি লায়ন্স ক্লাব ও হৃৎস্পন্দন সমন্বিত মেডিকেল ক্যাম্প

চট্টগ্রামের রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফের প্রাণ পুরুষ উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বীর সিপাহসালার সৈয়দুল আযম আল্লামা হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান মহাজেরে মক্কী (রহঃ) এর একমাত্র সাহেবজাদা পীরে তরিকত কুতুবে জমান মুরশীদে বরহক শাহছুফী মাওলানা শাহ মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) এর ১৪তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে ১৮ আগষ্ট বৃহস্পতিবার সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে সমন্বিত চিকিংসা, চক্ষু ,ডায়াবেটিক ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প দরবার এ বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত হয় ।

বেতাগী আন্জুমানে রহমানিয়া, লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি এবং হযরত শাহ জিল্লুর রহমান (রহঃ) লায়ন্স চ্যারিটেবল আই সেন্টার এর যৌথ আয়োজনে হৃৎস্পন্দন (মেডিকেল শিক্ষার্থী ও ডাক্তারদের দ্বারা পরিচালিত একটি অরাজনৈতিক সংগঠন) চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতাল ও পিউর ক্লিনিক্যাল ল্যাবরেটরী এন্ড পাহাড়তলী ডায়াবেটিক সেন্টার এর সহযোগিতায় এই সমন্বিত মেডিকেল ক্যাম্প বাস্তবায়িত হয় ।

সমন্বিত চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সেকেন্ড সেঞ্চুরী এ্যামবেসেডর লায়ন্স জেলা ৩১৫বি৪, বাংলাদেশের জেলা গর্ভনর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির গাইডিং লায়ন গর্ভনর এডভাইজর ডাঃ আবদুল্লাহ আল হারুন , লায়ন্স জেলার গ্লোবাল এক্সটেনশন কোঅর্ডিনেটর লায়ন আসিফ উদ্দিন ভুইয়া, জোন চেয়ারপার্সন(ক্লাব) লায়ন আবদুল মতিন, আইপিপি লায়ন কাশেম শাহ, লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির সভাপতি লায়ন ডাঃ এস এম সাদিক হোসাইন ও সেক্রেটারী লায়ন তারিকুল আলম,জয়েন্ট সেক্রেটারী লায়ন ডাঃ মেহফুজা রাজ্জাক, লায়ন আবু রায়হান, লায়ন এরফান উল্লাহ ভূইয়া, লায়ন মিজানুল করিম, লায়ন ডাঃ ওয়াসিফ হামিদ।

কার্যক্রমে সভাপতিত্ব করেন দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) ।

ডাঃ মোদাচ্ছির আহমেদ কাদেরী ও ডাঃ মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে ডাঃ সোহেল চৌধুরী, ডাঃ শুভ, ডাঃ সাজ্জাদ মোঃ উপল, ডাঃ আবদুল মান্নান, ডাঃ জেরিন, ডাঃ লিজা, ডাঃ সালমা, ডাঃ মোঃ নুরুল আমিন, ডাঃ সৌনক মেডিকেল শিক্ষার্থী ইসরাত , সাইমা, আইমান, সাদমান সাকিব, মোঃ আসিফ উদ্দিন, নুসরাত ইসরাত আতকিয়া, সাকিব, সামিহা, রাইসা, উর্মী, সায়েম, ইনসান, আবরার এর সমন্বয়ে ৩০ জন চিকিৎসক সমন্বিত চিকিংসা সেবা ক্যাম্পে বিনামূল্যে মেডিসিন, গাইনি, শিশু, চর্ম, নাক কান ও গলা এবং চক্ষু, বিষয়ে প্রায় ৩শ জন মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান এবং ৪শ জনের অধিক রক্তের গ্রুপ নির্ণয় ও ১৫০ জনের ডায়াবেটিক টেস্ট সহ প্রায় ৬শ জনের অধিক মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয় ।

এতে লিওজেলা জয়েন্ট সেক্রেটারী লিও আহমেদ পাপন, লিও সিরাজুর হক রিপন লিও ক্লাব প্রেসিডেন্ট লিও সৌমেন বড়ুয়া, লিও মিনহাজ উদ্দিন, লিও আমির হামজা, লিও ফয়সাল, লিও মুসতাকিম, লিও মুলতাজিম, লিও নুসরাত জাহান পায়েল, লিও রিয়া মনি দাশ, লিও ইমাম হাসান সাহিল, লিও মেহেদী এবং লিও মাসুদ রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিক টেস্ট এ সহযোগিতা করেন ।

চিকিৎসা ক্যাম্প বাস্তবায়নে সার্বিক তত্তাবধানে ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির সার্ভিস চেয়ারপার্সন ও লিও জেলা ৩১৫বি৪ বাংলাদেশের প্রাক্তন জেলা সভাপতি লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা গর্ভনর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ বলেন মানুষ আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ সৃষ্ঠি আশরাফুল মাখলুকাত । হাক্কুল ইবাদ হিসাবে মানব সেবায় ব্রতি হয়ে অন্তহীন ভালবাসার মাধ্যমে মানুষের কাছে সেবার বার্তা পৌছে দিতে হবে । উনি ইম্পেরিয়াল সিটি লায়ন্স ক্লাবের এই অনন্য সেবা কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন ।