কানাডার টরেন্টোতো অনুষ্ঠিত আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের ১০৪তম কনভেনশনে যোগদান শেষে লায়ন্স জেলা ৩১৫বি-৪ এর জেলা গভর্ণর লায়ন সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ দেশে ফিরলে তাকে চট্টগ্রাম রেলস্টেশনে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে লিও ক্লাব অব চিটাগাং বন্ধন।
গত ২৪ থেকে ২৮জুন অনুষ্ঠিত আন্তর্জাতিক এ কনভেনশনে অংশগ্রহণ এবং নানা আনুষ্ঠানিকতা শেষে লায়ন জেলা গভর্ণর লায়ন সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ সপরিবারে ৭ জুলাই (শনিবার) ঢাকা থেকে ট্রেনযোগে সকাল ১১টায় চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করেন বন্ধন লিও ক্লাবের নেতৃবৃন্দ।
এসময় চট্টগ্রাম রেলস্টেশন চত্ত্বরে জেলা গভর্ণরকে সংবর্ধনা জানাতে লায়ন্স ও লিও জেলার বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
লায়ন্স জেলা গভর্ণরকে অভ্যর্থনা জানাতে বন্ধন লিও ক্লাবের সদস্য প্রাক্তন সভাপতি লিও আব্দুল্লাহ আল মারুফের নেতৃত্বে ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় ক্লাব নেতৃবৃন্দ সদ্য প্রাক্তন জেলা গভর্ণর লায়ন আল সাদাত দোভাষকেও ফুল দিয়ে বরণ করে নেন।