আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট এলিট’র বোর্ড মিটিং নগরীর একটি রেস্তোরায় অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় লায়ন মোঃ ইসমাইলকে প্রেসিডেন্ট ও লায়ন মিরাজ উদ্দীন চৌধুরীকে সেক্রেটারি নির্বাচিত করে ২০২২-২০২৩ সেবাবর্ষের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাইডিং লায়ন ও ডিস্ট্রিক চেয়ারপার্সন লায়ন মোঃ আশিকুল আলম আশিক।
নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন ভাইস প্রেসিডেন্ট লায়ন কে এম মাহমুদুল উল্লাহ ইবনে শরিয়ত, লায়ন ইঞ্জিনিয়ার মোঃ নোমান, লায়ন আরিফুজ্জামান, লায়ন মোঃ রাশেদ, লায়ন আব্দুল্লাহ মামুন, ক্লাব ডিরেক্টর লায়ন রুবেল চৌধুরী, লায়ন কামাল পাশা, প্রেসিডেন্ট এডভাইজর লায়ন আবছার উদ্দীন, জয়েন্ট সেক্রেটারি লায়ন সোহেল উদ্দীন ফারুকী, ট্রেজারার লায়ন ফাতেমা বেগম মুন্নী, জয়েন্ট ট্রেজারার লায়ন আব্দুল আজিজ, টেইল টুস্টার লায়ন মোঃ আহসান আহমেদ জনি, ট্রেমার লায়ন মোঃ মনিরুজ্জামান মুরাদ, ক্লাব মেম্বারশীপ চেয়ারম্যান লায়ন মোঃ বেলায়েত হোসেন ইমন, এলসিআইএফ কো-অডিনেটর লায়ন এড. মিজানুর রহমান, ক্লাব সার্ভিস চেয়ারপার্সন লায়ন ইঞ্জিনিয়ার মোস্তাক আহম্মেদ, ক্লাব মাকেটিং অফিসার লায়ন মোঃ জোবায়ের আহমেদ, ক্লাব এডভাইজর লায়ন জাবেদ সিদ্দিকী, লায়ন এ কে এম মহিউদ্দীন, লায়ন বাবুল হক, এক্সিকিউটিভ মেম্বার লায়ন আবদুল মুকিম, লায়ন সিরাজুল ইসলাম, লায়ন মো: আনোয়ার পারভেজ সহ প্রমুখ।
উক্ত সভায় প্রধান অতিথি লায়ন মো: আশিকুল আলম বলেন, ২০২২-২০২৩ সেবাবর্ষের (৩১৫-বি৪) এর লায়ন্স জেলা গভর্নর লায়ন শেখ সামসুদ্দীন আহমদ সিদ্দিকী পিএমজেএফ যে ডাক দিয়েছেন ‘অন্তহীন ভালোবাসায় সেবা’ এই কলকে বাস্তবায়ন করতে নবগঠিত কমিটিকে ঐকান্তিক প্রচেষ্ঠা চালিয়ে যেতে হবে দৃঢ় প্রত্যয়ের সাথে। মানবতার কল্যাণে গতানুগতিক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।