মালয়েশিয়ায় অগ্রণী ব্যাংক রেমিট্যান্স হাউজের নতুন সিইও সুলতান আহমেদ

বন্ধন লায়ন্স ক্লাবের অভিনন্দন

অগ্রণী রেমিট্যান্স হাউজ, এসডিএন, বিএইচডি, মালয়েশিয়ার সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন সুলতান আহমেদ।

মালয়েশিয়ার নিজ কর্মস্থলে যোগদানের জন্য তিনি সোমবার (১৮জুলাই) সকালের ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছেন।

মালয়েশিয়ায় সিইও হিসেবে পদোন্নতির আগে মেধাবী এ ব্যাংক কর্মকর্তা দেশের বিভিন্ন অঞ্চলে যোগ্যতার সাথে অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করেছেন। ব্যাংক ক্যারিয়ারে শুরুতে অফিসার হিসেবে যোগ দেয়া এ কর্মকর্তা পর্যায়ক্রমে সিনিয়র অফিসার, প্রিন্সিপাল অফিসার, শাখা ব্যবস্থাপকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখেছেন। ফলশ্রুতিতে অনেক প্রার্থীর সাথে পরীক্ষায় অংশগ্রহণ করে সবাইকে পিছনে ফেলে তিনি মালয়েশিয়া ব্রাঞ্চে সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন।

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের বাসিন্দা সুলতান আহমেদ ব্যাংকিং পেশার পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। তিনি আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন বন্ধন লায়ন্স ক্লাবের সক্রিয় সদস্য।

মালয়েশিয়া যাত্রাকালে এক প্রতিক্রিয়ায় সুলতান আহমেদ বলেন, আমার জন্য এবং পরিবারের জন্য দোয়া করবেন। সময় স্বল্পতার কারণে অনেকের কাছ থেকে বিদায় নিতে না পারার বিষয়টি আশাকরি আন্তরিকতার সাথে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

এদিকে লায়ন সুলতান আহমেদ’র এ সাফল্যে তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের নেতৃবৃন্দ। এক প্রতিক্রিয়ায় তারা লায়ন সুলতান আহমেদ’র সার্বিক সফলতা এবং সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করেন।

আরও পড়ুন