আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগং এপেক্স, লায়ন্স ক্লাব অব চিটাগং এমিয়েবল রোজ গার্ডেন, লায়ন্স ক্লাব অব চিটাগং ক্লাসিক এর যৌথ আয়োজনে পূর্ব মাদারবাড়ি সিটি করপোরেশন বালিকা বিদ্যালয়ে ছাত্রীর মঝে বিনামুল্যে চক্ষু পরীক্ষা রক্তের গ্রুপ নির্ণয় এবং চিএাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী (পিএমজেএফ)। বিশেষ অতিথি ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ চৌধুরী, পূর্ব মাদারবাড়ি সিটি করপোরেশন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকআলী আকবর, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন কামরুল ইসলাম পারভেজ, জোন চেয়ারপার্সন লায়ন নাজমা বেগম, লায়ন মাইনুদ্দীন মাইনু, লিও ক্লাব চেয়ারপার্সন লায়ন আনিসুল হক, এপেক্স লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন কাজী ইমাম হোছাইন আবিদ, ক্লাসিক লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন নেয়ামত উল্লাহ খান, সেক্রেটারী লায়ন জসিম, ট্রেজারার লায়ন সালেহ উদ্দিন সালু , লায়ন আবু সৈয়দ, লায়ন ফরহাদ আবেদিন, লায়ন রবিন, লায়ন মীর ফয়সাল, লিও জেলা সহ সভাপতি লিও আতিক শাহরিয়ার সাদিফ, লিও হিরু জান্নাত সাথী, লিও নিশু জান্নাত লাকি, লিও পুলক, লিও হেদায়েতুল সুমন, লিও মানিক লিও রবিউলসহ প্রমুখ।