অক্টোবর সেবা মাস উপলক্ষে সংবাদ সম্মেলন
লায়ন্সের সেবার সূর্য কখনও অস্ত যায় না : জেলা গভর্ণর
সারাবছর সেবা কার্যক্রম পরিচালনার পাশাপাশি অক্টোবর মাসকে সারাবিশ্বে লায়নিজমের সেবা মাস হিসেবে প্রতিষ্ঠিত, যার ব্যাপ্তি বিশ্বময় সমাদৃত। একযোগে প্রতিদিন একাধিক সেবা কার্যক্রম পরিচালনা করে সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাড়িয়ে শান্তি ও সৌহার্দ্যরে যে বার্তা লায়নিজম দিয়ে যায় তা অতুলনীয় ও অনন্য বলে দাবি করেছেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর গভর্ণর লায়ন শেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে লায়ন্স সেবা মাস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
লায়ন্স জেলা গভর্ণর বলেন, এ বছরের ডাক “অন্তহীন ভালবাসায় সেবা“ দিয়ে মানুষের পাশে দাড়িয়ে হাসি ফোঁটানোর লক্ষে লায়ন্স সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। লায়ন্স ক্লাবের উদ্যোগে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনে একটি স্বতন্ত্র আই ইনস্টিটিউট প্রতিষ্ঠার যে কার্যক্রম চলছে তা সম্পন্ন হলে চট্টগ্রাম তথা দেশের চিকিৎসা সেবায় একটি মাইলফলক রচিত হবে। এখানে তৈরি হবে আই স্পেশালিস্ট, নিয়োগ পাবে অনেক লোকবল, সেবা পাবে প্রত্যন্ত অঞ্চলসহ পুরো চট্টগ্রামের সুবিধাবঞ্চিত মানুষ। এককথায়, বিশেষায়িত চিকিৎসা সেবায় এগিয়ে যাবে চট্টগ্রাম।
লায়ন সামসুদ্দিন সিদ্দিকী বলেন, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ভবনকে ঘিরে একটি ১৫ বছর মেয়াদী মাস্টারপ্ল্যান তৈরির প্রক্রিতয়া চলছে। এ প্রকল্পটি হয়তো দীর্ঘমেয়াদী, কিন্তু সিএলএফ-এ যে অবকাঠামোগত সুযোগ সুবিধা রয়েছে তাকে ঠিকভাবে কাজে লাগাতে হলে, আরো বেশি মানুষকে স্বাস্থ্যসেবার আওতায় নিয়ে আসতে হলে প্রয়োজন সুচিন্তিত কর্মপরিকল্পনা। এ কমপ্লেক্স প্রতিষ্ঠা করা গেলে এটিই হবে দেশের সর্ববৃহৎ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। সুবিধাবঞ্চিত মানুষের জন্য সকল আঙ্গিকে স্বাস্থ্যসেবা নিশ্চিতে এ পরিকল্পনা নেয়া হয়েছে।
প্রেস কনফারেন্স কমিটির চেয়ারম্যান লায়ন চৌধুরী শামীম মোস্তফার সভাপতিত্বে ও সদস্য সচিব লায়ন ডাঃ জাকিরুল ইসলামের সঞ্চালনায় উক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্ণর লায়ন আল সাদাত দোভাষ, প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী, দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন কহিনুর কামাল, কেবিনেট সেক্রেটারী লায়ন হাসান মাহমুদ, প্রাক্তন জেলা গভর্ণর লায়ন এস এম সামসুদ্দিন এমজেএফ, লায়ন সিরাজুল হক আনছারী প্রমূখ।
লিখিত বক্তব্যে জেলা গভর্নর বলেন, লায়ন সদস্যরা সরকারের সহযোগি হিসেবে দেশের দুস্থ মানবতার কল্যাণে এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। একইসাথে লায়ন্সরা সারাবছর লায়ন্স চক্ষু হাসপাতাল, লায়ন্স স্কলারশিপ ট্রাস্ট পরিচালনা, লায়ন্স জেনারেল হাসপাতাল, আনোয়ারা তাহের লায়ন ফিজিওথেরাপী ক্লিনিক, লায়ন্স ওয়েলফেয়ার ফান্ড, লায়ন্স বøাড ব্যাংক, করোনা সাপোর্ট সেন্টার, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিচালনায় ওয়ান ক্লাব ওয়ান চাইল্ড, অন্ধত্ব নিবারণ, ডিটিই ক্যাম্প, চাইল্ডহোড ক্যান্সার, হাঙ্গার প্রজেক্ট, ডায়াবেটিক সচেতনতা, শিক্ষা সামগ্রী বিতরণ, খৎনা ক্যাম্প, সাদাছড়ি দিবস উদযাপন, তরুণদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে লিও ক্লাবের কার্যক্রম পরিচালনা, পরিবেশ উন্নয়ন ও স্বাস্থ্যসেবায়ও ব্যাপক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, লায়ন সদস্যরা সারা বছর যে অর্থ খরচ করেন তার ৮০ শতাংশই ব্যয় হয় সেবা কার্যক্রমে। বছরের ৩৬৫ দিন লায়ন সদস্যরা সেবা কার্যক্রম পরিচালনা করেন, সে তুলনায় আনুষ্ঠানিকতা অনেক কম। কিন্তু সেবা কার্যক্রমগুলো সাধারণত পরিচালিত হয় প্রত্যন্ত, দুর্গম অঞ্চলগুলোতে। যার কারণে এসব সেবা কার্যক্রম অনেকসময় প্রচারের আলোয় আসে না। তিনি লায়ন্স ক্লাবগুলোকে বিভিন্ন সেবা কার্যক্রমে বিশেষ অতিথি হসেবে সাংবাদিকদের আমন্ত্রণ জানানোর পরামর্শ দেন।
লায়ন্স গভর্ণর বলেন, বিপুল সুবিধাবঞ্চিত মানুষের জন্য লায়ন্স ক্লাবের সেবা কার্যক্রম অপ্রতুল। লায়ন্সের কার্যক্রম অন্য দশটি সংগঠনকে যেন উৎসাহিত করে, দরিদ্র পীড়িত মানুষের কল্যাণে সামাজিক আন্দোলনে হিসেবে যেন প্রতিষ্ঠা পায়।
শুক্রবার লায়ন্স জেলার র্যালি : অক্টোবর সেবা মাস উপলক্ষে ৩০ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪টায় চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম থেকে একটি র্যালি বের করা হবে। র্যালিতে লায়ন ও লিও সদস্যদের উপস্থিত থাকার জন্য লায়ন্স জেলার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
গুণগত সেবা ও নেতৃত্ব বিকাশে লায়ন্সরা বিশ্বময় অনবদ্য : লায়ন্স জেলা গভর্ণর – CTG SANGBAD24
কসমোপলিটন লায়ন্স ক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন – CTG SANGBAD24
লায়ন্স চক্ষু হাসপাতালের সরু সড়কে বেআইনী দোকান নির্মাণের অভিযোগ – CTG SANGBAD24
লায়ন্স জেলা রিজিয়ন-২ এর ফেলোশীপ মিটিং সম্পন্ন – CTG SANGBAD24
লায়ন্স ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং – CTG SANGBAD24
এরিস্টোক্রেট লায়ন্স ক্লাবের দায়িত্ব হস্তান্তর – CTG SANGBAD24
চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত – CTG SANGBAD24
লায়ন্স জেলা গভর্ণর সামসুদ্দিন সিদ্দিকীকে অভ্যর্থনা জানালো বন্ধন লিও ক্লাব – CTG SANGBAD24
এরিস্টোক্রেট এলিট লায়ন্স ক্লাবের নতুন কমিটি – CTG SANGBAD24
ডায়নামিক সিটি লায়ন্স ক্লাবের সেবার্বষের কার্যক্রম শুরু – CTG SANGBAD24
লায়ন্স সেবাবর্ষের উদ্বোধনী দিনে বন্ধন লিও ক্লাবের হামদ নাত কেরাত প্রতিযোগিতা – CTG SANGBAD24
মালয়েশিয়ায় অগ্রণী ব্যাংক রেমিট্যান্স হাউজের নতুন সিইও সুলতান আহমেদ – CTG SANGBAD24
আবীরকে সভাপতি, আরমানকে সেক্রেটারী, জসিকে ট্রেজারার করে বন্ধন লিও ক্লাবের নতুন কমিটি – CTG SANGBAD24