আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট এর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের প্রথম পর্বে ক্লাবের ২০২১-২২ সেবাবর্ষের প্রেসিডেন্ট লায়ন মোঃ আশিকুল আলম আশিক ও দ্বিতীয় পর্বে ২০২২-২৩ সেবাবর্ষের প্রেসিডেন্ট লায়ন মোঃ জিয়াউর রহমান সভাপতিত্ব করেন।
সভায় উৎসবমুখর পরিবেশে ২০২২-২৩ সেবাবর্ষের নবনিযুক্ত ক্লাব নেতৃবৃন্দ অভিষিক্ত হন এবং ক্লাবের বিদায়ী প্রেসিডেন্ট গংগেবেল হস্তান্তরের মাধ্যমে নতুন প্রেসিডেন্টের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাব ডিরেক্টর লায়ন মোঃ মুসা, লায়ন নাদিম শাহ, লায়ন মোঃ ছালামত উল্লাহ সায়েম, ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ মহিউদ্দিন চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি লায়ন সাজ্জাদ হোসেন, লায়ন আহমেদ নুর, লায়ন রাশেদ উদ্দিন, ট্রেজারার লায়ন মোঃ শফিকুল ইসলাম, জয়েন্ট ট্রেজারার লায়ন ইসরাত জাহান, লায়ন মোঃ ইমরান, লায়ন এপি, লায়ন জোবায়ের, লিও ক্লাব প্রেসিডেন্ট ইনতেশার নবী সরন, সেক্রেটারি লিও মামুন, লিও রিফাত, লিও মুনা, লিও রাহুল,লিও স্রুতি, লিও সানজানা, লিও নিলু সহ প্রমুখ।