কালুরঘাট সেতু-চাক্তাই খাল সড়ক নির্মাণ প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু হতে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের মোহরা ও বাকলিয়া অংশে ক্ষতিগ্রস্তদের মাঝে অবকাঠামোর ক্ষতিপূরণ হিসেবে চেক হস্তান্তর করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ’র (সিডিএ) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ।

বৃহস্পতিবার দুপুরে সিডিএ’র হল রুমে মোহরা ও বাকলিয়া অংশে কালুরঘাট সেতু হতে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়।

এসময় সিডিএ’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ বলেন, আপনারা যারা এই উন্নয়ন প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন সবাই নগরীর উন্নয়নে অবদান রাখছেন। তাই আপনাদের হয়রানি বন্ধের লক্ষ্যে আমি নিজ হাতে এই চেক হস্তান্তর করছি।

এসময় ৪৩টি চেকের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের মাঝে ছয় কোটি তিন লাখ ৮৮ হাজার ৩০ টাকা হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিডিএ’র সচিব মোহাম্মদ মিজানুর রহমান, প্রকল্প পরিচালক রাজীব দাস, প্রকল্প পরিচালক নিয়াজ মোঃ মামুনসহ কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন