চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নব নির্বাচিত কার্যকরী সংসদ ২০২৪ এর অভিষেক নগরীর দি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রামে পরিষদের সভাপতি মো. আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বাকাউল্লা চৌধুরী ইরান ও যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী খালিদ বিন সরওয়ার (জনি)।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্যাক্সেস অ্যাপিলেড ট্রাইব্যুনাল চট্টগ্রাম বেঞ্চ এর সদস্য মো. শফিকুল ইসলাম আকন্দ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্যাক্সেস আপীলাত ট্রাইব্যুনাল চট্টগ্রাম বেঞ্চ এর সদস্য মো. শাহিন আক্তার হোসেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, সমিতির সাবেক সভাপতি মো. মুছা, এডভোকেট মোস্তফা কামাল মনসুর, এডভোকেট মো. ওমর ফারুক, এডভোকেট মোহাম্মদ সোলায়মান ও অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি অভিষেক ২০২৪ এর স্মরনিকা উন্মোচন করেন।
সভায় বক্তারা নব নির্বাচিত পরিষদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অভিষিক্ত করেন এবং রাজস্ব আদায়ে সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে কর আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভ‚মিকার ভূয়সী প্রশংসা করেন। নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও সভাপতি পরিষদকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য সমিতির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পবিত্র কোরআন তেলোওয়াত করেন মাওলানা আবুল হোসেন নিজামী, পবিত্র গীতা পাঠ করে সমিতির সম্মানিত কোষাধ্যক্ষ সনজয় আচার্য্য। সভা শেষে সাংস্কৃতিক সম্পাদক রিংকু দত্তের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সভায় উপস্থিত সকল অতিথিদের মাঝে স্মরণিকা বিতরণ করা হয়।