কসমোপলিটন লায়ন্স ক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন ঐতিহ্যবাহী লায়ন্স ক্লাব অব চিটাগাং কসমোপলিটন এবং লিও ক্লাব অব চিটাগাং কসমোপলিটনের ক্লাব নেতৃবৃন্দের দায়িত্ব হস্তান্তর ও জেলা কেবিনেট নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে লায়ন্স ও লিও ক্লাবের বিদায়ী এবং নবনির্বাচিত সভাপতিদের সভাপতিত্বে দুই পর্বের সাজানো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর গভর্ণর লায়ন শেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, বিশেষ অতিথি ছিলেন দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন কহিনুর কামাল এমজেএফ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারী লায়ন হাসান মাহমুদ চৌধুরী, জিএসটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন আশরাফুল আলম আরজু, জিএমটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন এডভোকেট নুরুল ইসলাম।

দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন কসমোপলিটন লায়ন্স ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি শহিদুল মোস্তফা মিজান এবং দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি লায়ন এইচ শাহ এম বেলাল।

কসমোপলিটন লায়ন্স ক্লাবের সেক্রেটারী লায়ন ইঞ্জিনিয়ার নাঈম সরোয়ার জিতু’র আনুগত্যের শপথ পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির চেয়ারম্যান লায়ন রিজভি তানিম রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আশীষ ভট্টাচার্য এমজেএফ, জোন চেয়ারপার্সন লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাশ এমজেএফ, লিও ক্লাব চেয়ারপার্সন লায়ন আনিসুল হক চৌধুরী, ইয়ূথ এক্সচেঞ্জ চেয়ারপার্সন লায়ন নিশাত ইমরান চৌধুরী, লিও জেলা সভাপতি লিও ইরফান মোস্তফা, লিও ক্লাব সভাপতি অর্চি দাশ গুপ্তা। অনুষ্ঠান সঞ্চালনা করেন লিও ক্লাব সেক্রেটারী অদ্রিতা বড়ূয়া।

এছাড়া অনুষ্ঠানে লায়ন্স জেলা কেবিনেটের নেতৃবৃন্দ, লিও জেলা নেতৃবৃন্দ এবং বিভিন্ন লায়ন্স ও লিও ক্লাবের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন