গুণগত সেবা ও নেতৃত্ব বিকাশে লায়ন্সরা বিশ্বময় অনবদ্য : লায়ন্স জেলা গভর্ণর

আন্তর্জাতিক সেবা সংগঠনগুলোর মধ্যে গুণগত নেতৃত্বের বিকাশমান ধারায় লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল বিশ্বময় অনবদ্য সংগঠন হিসেবে স্বীকৃত। লায়ন্স সদস্যরা মানবতার সেবায় নিজেদেরকে সম্পৃক্ত রেখে নিজেদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতেও অনন্য। লায়ন্সের পরিধি বাড়াতে গুণগত নতুন সদস্য সংগ্রহ অব্যাহত রেখে নতুন নতুন কর্মসূচী বাস্তবায়নে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে বলে দাবি করেছেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর গভর্ণর লায়ন শেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জাকির হোসেন রোডস্থ লায়ন্স ফাউন্ডেশনের হালিমা-রোকেয়া হলে অনুষ্ঠিত গভর্ণর এডভাইজরি কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

লায়ন্স জেলা গভর্ণর আরও বলেন, লায়ন্সের নীতি-আদর্শ সম্পর্কে সবাইকে উজ্জীবিত করে তুলতে বেশি বেশি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করতে হবে। গুণগত সেবা ও নেতৃত্ব নিশ্চিত করতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই বলেও তিনি দাবি করেন।

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর চলতি সেবা বর্ষের জেলা কেবিনেটের রিজিয়ন ২ এর আওতাধীন জোন ১২, জোন ৩ এবং রিজিয়ন ৮ এর আওতাধীন জোন ১৬, জোন ২১ এর ১৬টি ক্লাবের নেতাদের নিয়ে এডাভাইজরি কমিটির প্রথম সভাটি অনুষ্ঠিত হয়। দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আশিষ ভট্টাচার্য, দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মির্জা এমডি জাহিদ হোসাইন।

জোন চেয়ারপার্সন লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাশ, লায়ন কাজী আলী আকবর জাশেদ, লায়ন মোরশেদুল হক যৌথ সঞ্চালনায় ক্লাবসমূহের নেতৃবৃন্দ গৃহীত কার্যক্রম এবং সামনের দিকের পরিকল্পনা উপস্থাপন করেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা কেবিনেট সেক্রেটারী লায়ন হাসান মাহমুদ চৌধুরী, সদ্য প্রাক্তন কেবিনেট সেক্রেটারী ও জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন আশরাফুল আলম আরজু, জিএমটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন এডভোকেট এম নুরুল ইসলাম, জিএসটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন এমডি ইমতিয়াজ ইসলাম এমজেএফ, জিইটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন আসিফ উদ্দিন ভূইয়া।

কসমোপলিটন লায়ন্স ক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন – CTG SANGBAD24

লায়ন্স চক্ষু হাসপাতালের সরু সড়কে বেআইনী দোকান নির্মাণের অভিযোগ – CTG SANGBAD24

লায়ন্স জেলা রিজিয়ন-২ এর ফেলোশীপ মিটিং সম্পন্ন – CTG SANGBAD24

রাঙ্গুনিয়া বেতাগী আস্তানা শরীফে ইম্পেরিয়াল সিটি লায়ন্স ক্লাব ও হৃৎস্পন্দন সমন্বিত মেডিকেল ক্যাম্প – CTG SANGBAD24

লায়ন্স ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং – CTG SANGBAD24

এরিস্টোক্রেট লায়ন্স ক্লাবের দায়িত্ব হস্তান্তর – CTG SANGBAD24

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত – CTG SANGBAD24

লায়ন্স জেলা গভর্ণর সামসুদ্দিন সিদ্দিকীকে অভ্যর্থনা জানালো বন্ধন লিও ক্লাব – CTG SANGBAD24

এরিস্টোক্রেট এলিট লায়ন্স ক্লাবের নতুন কমিটি – CTG SANGBAD24

এরিস্টোক্রেট লায়ন্স ক্লাবের নতুন কমিটি: জিয়াউর রহমান প্রেসিডেন্ট, আকিব মোহাম্মদ আসিফুল আলম সেক্রেটারি – CTG SANGBAD24

ডায়নামিক সিটি লায়ন্স ক্লাবের সেবার্বষের কার্যক্রম শুরু – CTG SANGBAD24

লায়ন্স সেবাবর্ষের উদ্বোধনী দিনে বন্ধন লিও ক্লাবের হামদ নাত কেরাত প্রতিযোগিতা – CTG SANGBAD24

মালয়েশিয়ায় অগ্রণী ব্যাংক রেমিট্যান্স হাউজের নতুন সিইও সুলতান আহমেদ – CTG SANGBAD24

আবীরকে সভাপতি, আরমানকে সেক্রেটারী, জসিকে ট্রেজারার করে বন্ধন লিও ক্লাবের নতুন কমিটি – CTG SANGBAD24

আরও পড়ুন