চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন (সিএলএফ) পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর জাকির হোসেন রোডস্থ লায়ন্স ফাউন্ডেশনের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন (সিএলএফ) চেয়ারম্যান প্রাক্তন জেলা গভর্ণর লায়ন নাছির উদ্দিন চৌধুরী সভাপতিত্বে ও ফাউন্ডেশনের অনারারি সেক্রেটারী ডাঃ দেবাশীষ দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্ণর ও ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারম্যান এম এ মালেক, প্রাক্তন জেলা গভর্ণর ও ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান লায়ন কামরুন মালেক, লায়ন্স জেলা গভর্ণর সামশুদ্দিন আহমেদ সিদ্দিকী, প্রথম ভাইস জেলা গভর্ণর এমডিএম মহিউদ্দিন চৌধুরী, দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর কহিনুর কামাল, কেবিনেট সেক্রেটারী হাসান মাহমুদ, ফাউন্ডেশনের এসোসিয়েট সেক্রেটারী আশরাফুল আলম আরজু।
সভার শুরুতে বিগত ৭ম সভার কার্যবিবরণী উপস্থিত সদস্যদের কন্ঠভোটে পাশ হয়। তারপর চলতি সেবা বর্ষে হাসপাতালের গুণগত মানোন্নয়নে ব্যাপক আলোচনা শেষে বেশ কয়েকটি সিন্ধান্ত গৃহীত হয়। প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নিয়োগ, ওটি সুবিধা বৃদ্ধি, রোগী সেবার প্রতি যত্নশীল, আধুনিক যন্ত্রপাতি বৃদ্ধিসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ সিন্ধান্ত হয় এ সভায়। সবশেষে ২০২২-২৩ বর্ষের জন্য প্রস্তাবিত বাজেট উত্থাপিত হলে সদস্যদের সম্মতিক্রমে তা অনুমোদন দেয়া হয়।