জেলা পরিষদ নির্বাচনে লোহাগাড়ায় আনোয়ার কামালের পক্ষে আওয়ামী লীগ
চট্টগ্রামের জেলা পরিষদ নির্বাচনে ১৫নং ওয়ার্ডে (লোহাগাড়া) নির্বাচন জমে ওঠেছে পাল্টাপাল্টি অভিযোগ আর তীব্র উত্তাপে। স্থানীয় সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের পরষ্পর বিরোধী অবস্থানের ফলে দেখা দিয়েছে তীব্র প্রতিদ্বন্ধিতার আভাষ। ১৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে লোহাগাড়া থেকে প্রার্থী হয়েছেন বর্তমান জেলা পরিষদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার কামাল (অটোরিক্সা প্রতীক) এবং স্থানীয় সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভী’র একান্ত সচিব ইরফানুল হক চৌধুরী (ঘুড়ি প্রতীক)।
নির্বাচনের প্রার্থী ইরফানুল হককে বহিরাগত দাবী করে উপজেলা আওয়ামী লীগ তার বিপক্ষে অবস্থান নিয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে নির্বাচনে তাদের অবস্থান পরিষ্কার করেছেন। সংবাদ সম্মেলনে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী বলেন, “আমাদের লোহগাড়ায় অনেক নেতা-কর্মী আছেন যারা নির্বাচন করার যোগ্য। তাদের কাউকে মনোনয়ন দিলে আমাদের কোন আপত্তি থাকত না। কিন্তু তার একান্ত সচিব লোহাগাড়ার বাসিন্দা না হওয়া সত্তে¡ও তাকে মনোনয়ন দিয়ে দলীয় নেতা-কর্মী তথা লোহাগাড়াবাসীকে অপমান করেছন। তাই আমরা আরেক প্রার্থী এবং লোহাগাড়ার বাসিন্দা, বর্তমান জেলা পরিষদ ও জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার কামালকে সমর্থন দিচ্ছি এবং তার প্রতীক “অটোরিক্সা“ পক্ষে অবস্থান নিয়েছি। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান ও কার্যনির্বাহী সদস্য মামুন-অর-রশিদ চৌধুরীসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে নির্বাচনে প্রার্থী এমপি’র একান্ত সচিব ইরফানুল হক চৌধুরী বলেন, কয়েকজন বিরোধীতা করলেও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর অধিকাংশ নেতাকর্মী তার পক্ষে রয়েছেন। আর আমি সাতকানিয়ার বাসিন্দা হলেও মাধ্যমিকের লেখাপড়া এবং রাজনীতির শুরু লোহাগাড়া উপজেলায়।
অপরদিকে আনোয়ার কামাল বলেন, স্থানীয় সরকার নির্বাচনে উপজেলার বাইরের কাউকে প্রার্থী করার বিধান নেই। আমাদের এমপি মহোদয় দলীয় সিন্ধান্তের বাইরে গিয়ে তাঁর একান্ত সচিবকে প্রার্থী করেছেন। আমি জেলা পরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করার সময়ে উপজেলার প্রতিটি ইউনিয়নে সমহারে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করেছি। তৃণমুল থেকে আওয়ামী লীগের রাজনীতি করে এসে আজ এ পর্যায়ে এসেছি। আমার অতীত বর্তমান কারও অজানা নেই। ভোটার’রা যেহেতু জনপ্রতিনিধি তারা সিন্ধান্ত নিতে ভুল করবেন না ইনশাল্লাহ।
ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, আনোয়ার কামাল সদস্য থাকাকালীন সময়ে অনেক উন্নয়ন প্রকল্প বরাদ্দ এনেছেন লোহাগাড়ায়। তিনি একজন সৎ ও নৈতিকতায় পরিপূর্ণ মানুষ। লোভ লালসার উর্দ্ধে থেকে তিনি উপজেলার উন্নয়নে দিনরাত পরিশ্রম করে গেছেন। তিনি তার এ কর্মের ফল পেতেই পারেন।