সিডিএ’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ বলেন, সাম্প্রতিক সময়ে জামায়াত-বিএনপির অস্ত্রধারী ক্যাডাররা বাংলাদেশের স্বাধীনতার উপর আঘাত করেছে। জাতীয় স্থাপনা গুলোতে হামলা, অগ্নিসংযোগ, লুটতরাজের মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। বাংলাদেশের অর্থনীতির চাকা থামিয়ে দিতে চেয়েছে। এই দুর্যোগ মুহূর্তে প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে অসহায় ও দুঃস্থদের পাশে থাকতে হবে। সকলে ঐক্যবদ্ধ হয়ে সাধারণ জনগণের পাশে থেকে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রতিহত করব।
বৃহস্পতিবার (২৫ জুলাই) এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে নগরীর উপহার কমিউনিটি সেন্টারে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ’র (সিডিএ) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজের যুগ্ম-মহাসচিব মহসীন কাজী।
সংগঠনের সভাপতি মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: আবু বক্কর চৌধুরী, ৮ নং শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদুল আলম, আব্দুল লতিফ, বাহার উদ্দিন লতিফি, এসএম আলম, কমল বড়ুয়া, মোহাম্মদ আলী চৌধুরী, ইলিয়াস বালি, বাহার ইলিয়াস বাবলু, আব্দুর রউফ সোহেল, ওমর ফারুক চৌধুরী, হায়দার আলী, মোহাম্মদ আজিজ, মোঃ মেজবাহ উদ্দিন , সায়েদ হোসেন টিটু, ফারুক চৌধুরী। সংগঠনটির সহ-সম্পাদক মো: অহিদ চৌধুরী মুক্তি অনুষ্ঠান সঞ্চালনায় করেন।