লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটির আয়োজনে ও গোল্ডেন সিটি লিও ক্লাবের সহযোগিতায় নগরীর একটি মাদ্রাসায় পবিত্র কোরআন শরীফ, রেহাল, মাদ্রাসায় অবস্থানরত শিশুদের জন্য চাদর ও খাবার বিতরণ করা হয়েছে। ১ জুলাই লায়ন্স সেবাবর্ষের প্রথম দিন উপলক্ষে নগরীর চৌমুহনীস্থ চারিয়া পাড়াস্থ নূর এ জাহান তাহফিজুল কোরআন মাদ্রাসায় ডায়নামিক সিটি লায়ন্স ক্লাব সভাপতি লায়ন সাইফুর রহমান মাসুদ এম জে এফ এর সভাপতিত্বে এসব বিতরণ করা হয়। সেবাকার্যক্রম অনুষ্ঠানে অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর ২য় ভাইস জেলা গভর্ণর লায়ন কোহিনুর কামাল এম জে এফ, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ চৌধুরী, জিএস টি কোর্ডিনেটর লায়ন এড.নুরুল ইসলাম, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আফরোজা বেগম, লিও ক্লাবস চেয়ারম্যান লায়ন আনিসুল হক চৌধুরী, লিও ইয়ুথ এক্সচেঞ্জ লায়ন নিশাত ইমরান এম জে এফ, ডায়নামিক সিটি লায়ন্স ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি লায়ন মঞ্জুর আলম মঞ্জু, লায়ন সাইফুল ইসলাম তপু,লায়ন বেলাল উদ্দিন, লিও ডিস্ট্রিক্ট সেক্রেটারি লিও ওমর ফারুক এবং জি এস টি কোর্ডিনেটর লিও সাইফুল ইসলাম।
এতে আরো উপস্থিত ছিলেন গোল্ডেন সিটি লিও ক্লাবের প্রাক্তন সভাপতি লিও মো: শহীদুল্লাহ সজীব , লিও মাইনুল হাসান রিয়াদ, গোল্ডেন সিটি লিও ক্লাবের সভাপতি লিও মোঃআশিকুর রহমান, ভাইস প্রেসিডেন্ট লিও মাহি বিন জামান,লিও তুহিন অভি, সেক্রেটারি আমেনা খাতুন, ,ট্রেজারার লিও ফরিদ উদ্দিন প্রমুখ।
পুরো কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডায়নামিক সিটি লায়ন্স ক্লাবের উপদেষ্টা লায়ন শওকত আলী চৌধুরী এম জে এফ।