চট্টগ্রামে সেন্ট্রাল লায়ন্স ক্লাবের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন ঐতিহ্যবাহী লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা গভর্ণর শেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ।
জন্মদিনের কেক কাটা, স্যুভেনিয়র প্রকাশ, প্রাক্তন জেলা গভর্ণরদেরকে সম্মাননা প্রদান, ডিজি টিমের সদস্যদের অভ্যর্থনা, ক্লাবের প্রাক্তন সদস্যদের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক সন্ধ্যা, ফুলেল শুভেচ্ছা, নতুন সদস্যদের শপথ গ্রহণ, স্মৃতিচারণসহ নানা বর্ণিল আয়োজনে উৎসব মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। ক্লাব সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মনজারে খোরশেদ আলমের সভাপতিত্বে ও লায়ন এডভোকেট নুরুল ইসলাম, লায়ন সরদার মোঃ জুবায়ের, লায়ন সাবরিনা তারান্নুমের সঞ্চালনায় অনুষ্ঠান উদযাপন কমিটির চেয়ারম্যান লায়ন শফিকুর রহমানের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গভর্ণর এমডি এম মহিউদ্দিন চৌধুরী এমজেএফ, দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন কহিনুর কামাল এমজেএফ। অতিথি হিসেবে প্রাক্তন জেল গভর্ণরদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন এম এ মালেক, লায়ন রফিক আহমেদ, লায়ন কবির উদ্দিন ভূইয়া, লায়ন এস এম সামসুদ্দিন, লায়ন সিরাজুল হক আনছারী, লায়ন মুসতাক হোসাইন, লায়ন কামরুন মালেক, কেবিনেট সেক্রেটারী লায়ন হাসান মাহমুদ চৌধুরী, কেবিনেট ট্রেজারার লায়ন পারভীন মাহমুদ এফসিএ।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের চার্টার মেম্বার লায়ন কে পি দাস, লায়ন ক্যাপ্টেন এম এস আই ভূঁইয়া, লায়ন এস এম নুরুল হুদা, জয়েন্ট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন, জয়েন্ট ট্রেজারার লায়ন নূর মোঃ বাবু লিও ক্লাব চেয়ারম্যান লায়ন আনিসুল হক, লিও ইয়ুথ এক্সচেঞ্জ লায়ন নিশাত ইমরান, লিও জেলা সভাপতি লিও ইরফান মোস্তফা, সেক্রেটারি লিও মোঃ ফারুক, ট্রেজারার লিও শওকত।
প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্ণর শেক সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী বলেন, ৩৫ বছর ধরে নিরবিচ্ছিন্ন সেবাকর্মে সেন্ট্রাল লায়ন্স ক্লাব যে উদাহরণ সৃষ্টি করেছে তা নতুনদের জন্য অনুকরণীয়। নিজেদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য আর আন্তরিকতার মধ্য দিয়ে গড়ে ওঠা ক্লাবটি আজ একটি পরিবারে রূপ নিয়েছে। তাদের সেবা কার্যক্রম বাস্তবায়নে যুব সংগঠন লিও ক্লাব যে অনন্য ভূমিকা রেখে চলেছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে।
অনুষ্ঠানে ক্লাবের প্রাক্তন সভাপতিবৃন্দ, লিও ক্লাব নেতৃবৃন্দ, আগত অতিথিবৃন্দকে বিভিন্ন উপহার ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। শেষে ২০২২-২৩ সেবাবর্ষের সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ আলমের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অক্টোবর সেবা মাস উপলক্ষে চট্টগ্রামে লায়ন্সের বর্ণাঢ্য র্যালী – CTG SANGBAD24
লায়ন্সের সেবার সূর্য কখনও অস্ত যায় না : জেলা গভর্ণর – CTG SANGBAD24
গুণগত সেবা ও নেতৃত্ব বিকাশে লায়ন্সরা বিশ্বময় অনবদ্য : লায়ন্স জেলা গভর্ণর – CTG SANGBAD24
কসমোপলিটন লায়ন্স ক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন – CTG SANGBAD24
লায়ন্স চক্ষু হাসপাতালের সরু সড়কে বেআইনী দোকান নির্মাণের অভিযোগ – CTG SANGBAD24
লায়ন্স জেলা রিজিয়ন-২ এর ফেলোশীপ মিটিং সম্পন্ন – CTG SANGBAD24
লায়ন্স ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং – CTG SANGBAD24
এরিস্টোক্রেট লায়ন্স ক্লাবের দায়িত্ব হস্তান্তর – CTG SANGBAD24
চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত – CTG SANGBAD24
লায়ন্স জেলা গভর্ণর সামসুদ্দিন সিদ্দিকীকে অভ্যর্থনা জানালো বন্ধন লিও ক্লাব – CTG SANGBAD24
এরিস্টোক্রেট এলিট লায়ন্স ক্লাবের নতুন কমিটি – CTG SANGBAD24
ডায়নামিক সিটি লায়ন্স ক্লাবের সেবার্বষের কার্যক্রম শুরু – CTG SANGBAD24
লায়ন্স সেবাবর্ষের উদ্বোধনী দিনে বন্ধন লিও ক্লাবের হামদ নাত কেরাত প্রতিযোগিতা – CTG SANGBAD24
মালয়েশিয়ায় অগ্রণী ব্যাংক রেমিট্যান্স হাউজের নতুন সিইও সুলতান আহমেদ – CTG SANGBAD24
আবীরকে সভাপতি, আরমানকে সেক্রেটারী, জসিকে ট্রেজারার করে বন্ধন লিও ক্লাবের নতুন কমিটি – CTG SANGBAD24