রাঙ্গুনিয়ায় মাছের বদলে মিললো লাশ

নদীতে ডাকাতদের ধাওয়ায় পানিতে ডুবে যাওয়া মোঃ শহীদুল্লাহ (৩০) নামের এক যুবকের লাশ দুইদিন পর ভাসমান অবস্থায় কর্ণফুলী নদীর রাঙ্গুনিয়া এলাকায় পাওয়া গেছে। নিহত শহীদুল্লাহ রাঙ্গুনিয়া উপজেলার উপজেলার কোদালা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সিকদার পাড়া গ্রামের মো. ফজল আহমদের ছেলে। পেশায় সে একজন রাজমিস্ত্রী। শনিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলার শিলক ইউনিয়নের স’মিল ভান্ডারী ফকির ঘাট এলাকায় ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কোদালা ধোপাঘাট থেকে ৮ বন্ধুসহ নদীতে মাছ ধরতে গিয়েছিল শহীদুল্লাহ্। তখন নদীতে অজ্ঞাতনামা সংঘবদ্ধ একটি দল তাদের ধাওয়া দিলে সবাই নদীতে লাফ দিয়ে তীরে ফিরলেও শহীদুল্লাহর খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. লিয়াকত আলী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, নদীর মধ্যে ভাসমান অবস্থায় লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে এলাকাবাসীর সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবাইদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন