কর্ণফুলীতে আওয়ামী লীগের সম্মেলনে হামলা, ৩জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামের কর্ণফুলীর বড়উঠান ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে হামলা ও এক যুবককে ছুরিকাঘাতের ঘটনায় ৩জনকে আসামী করে মামলা দায়ের করেছেন উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. মনির উদ্দিন। মামলার আসামীরা হলেন মো. আসিফ (২৫), মো. পারভেজ ও মো. আতিকুর রহমান (২৪)। মামলায় অভিযুক্তরা বড়উঠান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান খানের অনুসারী বলে জানিয়েছেন মামলার বাদী যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. মনির উদ্দিন।
থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর দারগার হাট এলাকায় সাধারণ সম্পাদক আবদুল মান্নান খানের সঞ্চালনায় আয়োজিত বড়উঠান ইউনিয়নের ৪, ৫, ৬ ও ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনে যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. মনির উদ্দিন (৩০)কে হামলা ও মারধরের ঘটনাকে কেন্দ্র করে তার ভাগিনা রাশেদুল ইসলাম তুষার(২৩)কে ছুরিকাঘাত ও মারধর করে পালিয়ে যায় অভিযুক্তরা।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, এঘটনায় থানায় মনির উদ্দিন নামে যুবলীগের এক নেতা ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ঘটনার জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।