পানিতে ডুবে
রাউজানে পুকুরে ডুবে ২ বছর বয়সী শিশুর মৃত্যু
চট্টগ্রামের রাউজানে পানিতে ডুবে ২ বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে ১১ নম্বর পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু তাহমিদ হোসেন তাজিম কাগতিয়া মাইজপাড়া সৈয়দ বাড়ির বাসিন্দা ব্যবসায়ী মোঃ মারুফের ছেলে।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল্লাহ আল মাসুদ বলেন, ‘বৃহস্পতিবার সকাল ১১টার দিকে খেলতে খেলতে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পেছনে পুকুরে পড়ে যায় শিশু তাজিম। তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর ভাসমান অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে নোয়াপাড়া পথের হাটের পাইওনিয়র হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার-প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।