রাঙ্গুনিয়ায় দোকানের চালের টিন কেটে দুর্ধর্ষ চুরি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি হার্ডওয়্যার দোকানের চালের টিন কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে ১০লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী দোকানীর দাবি। বুধবার রাত ১২টা থেকে শুরু হয়ে সোয়া ১টা পর্যন্ত পৌরসভার রোয়াজারহাট বাজারের ব্রীজের পশ্চিম পাশে একটি হার্ডওয়্যার দোকানে এ চুরি সংঘটিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে সরেজমিনে ঘটনাস্থলে গেলে ক্ষতিগ্রস্থ দোকান আল-মদিনা হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রিক এন্ড সেনিটারি নামের ওই দোকানের মালিক মো. শওকত হোসেন চৌধুরী কাটা টিনটি দেখান। দোকানে রাখা টেলিভিশনে সিসি ক্যামেরায় ধারণ করা দৃশ্যও দেখান তিনি। শওকত দাবি করেন, চোর দোকানের সিন্দুকের তালা ভেঙে নগদ ১৭ হাজার টাকা এবং সাড়ে ৩ লাখ টাকার ইলেকট্রনিক তার এবং ৭ লক্ষাধিক টাকার ফিটিংস এর মালামাল নিয়ে যায়। মালামাল নিয়ে চোরটি কাটা টিন দিয়ে বেড়িয়ে দোকানের পিছন দিয়ে নেমে পালিয়ে যায়। এ ঘটনায় তিনি রাঙ্গুনিয়া মডেল থানায় অভিযোগ দিয়েছেন।

রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী জানান, পুলিশ ওই দোকানে গিয়ে প্রাথমিক তদন্ত শেষ করেছে। সিসি ক্যামেরায় চোরের চেহারা ফুটে উঠেছে। তবে চোরকে শনাক্ত করা যায়নি। তাকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

আরও পড়ুন