চন্দনাইশে মেলায় নাগরদোলায় ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশে ওরশের মেলায় নাগরদোলায় চড়তে গিয়ে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মুনতাহা (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় উপজেলার বৈলতলী ইউনিয়নের দক্ষিণ বৈলতলী এলাকায় হযরত মাওলানা তোফাইল আহমদ (রহঃ) এর বার্ষিক ওরশ উপলক্ষে আয়োজিত মেলায় এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত মুনতাহা বৈলতলী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডস্থ বাঙালি বাড়ির মোর্শেদ আলমের মেয়ে। সে বৈলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। মুনতাহার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারিতে এলাকায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. জসীম উদ্দীন ও উম্মে রুমানা আকতার জানান, তিন নম্বর ওয়ার্ডের দক্ষিণ বৈলতলী এলাকায় হযরত মাওলানা তোফাইল আহমদ (রহঃ) মাজারে এক দিনব্যাপী বার্ষিক ওরশ শরীফ চলাকালীন সময়ে মেলায় বিভিন্ন দোকানপাট এর পাশাপাশি শিশুদের জন্য নাগরদোলা স্থাপন করা হয়। মেলায় নাগরদোলা দেখে মনের সাধ মেটাতে বন্ধুদের সঙ্গে মুনতাহা নাগরদোলায় উঠে। এ সময় চলন্ত নাগরদোলার সঙ্গে তার শরীরের ওড়না পেঁচিয়ে মাটিতে পড়ে গিয়ে সে মারাত্মকভাবে আহত হয়।

মেলার দর্শনার্থীরা তাকে উদ্ধার করে দোহাজারী ৩১শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. জাকি তাসনিম তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন