চন্দনাইশে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন
“নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব” এই প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন করা হয়েছে। এ-উপলক্ষ্যে বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ভিডিও কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জিমরান মোহাম্মদ সায়েক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ জুনাইদ আবছার চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসান আহসানুল কবীর, শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম ছালেহ উদ্দীন, সহকারী প্রোগ্রামার খালেদ মোশাররফ, পিপিএস নির্বাহী পরিচালক নুরুল হক চৌধুরী, ভারপ্রাপ্ত ইউএইচএফপিও ডা. এসএম রিয়াসাদ, চন্দনাইশ পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোহসিন, চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউনুস আলী, ধোপাছড়ি ইউপি সচিব সুনিল কান্তি দে, সাতবাড়িয়া ইউপি সচিব শেখ মোহাম্মদ জমির উদ্দিন, কাঞ্চনাবাদ ইউপি সচিব আরিফ মঈনুদ্দিন, হাশিমপুর ইউপি সচিব নুরুল ইসলাম, বরকল ইউপি সচিব প্রদ্যুৎ চৌ., বরমা ইউপি সচিব মিঠুন পাল, জোয়ারা ইউপি সচিব মো. জাহাঙ্গীর আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দুইটি পৌরসভা ও আটটি ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা যথাক্রমে- দোহাজারী পৌরসভার মো. কামাল হোসেন, চন্দনাইশ পৌরসভার সাজ্জাত হোসেন, ধোপাছড়ি ইউনিয়নের নজরুল ইসলাম, সাতবাড়িয়া ইউনিয়নের মো. রাশেদ মিয়া, কাঞ্চনাবাদ ইউনিয়নের শফিকুল ইসলাম রাব্বি, হাশিমপুর ইউনিয়নের শহিদুল ইসলাম টিপু, বরকল ইউনিয়নের আরফাত, বরমা ইউনিয়নের জুয়েল দে, জোয়ারা ইউনিয়নের জাহেদুল ইসলাম প্রমূখ।