চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে নুসরাত জাহান ( ৮) নামে এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুন) দুপুর ২টার দিকে বোয়ালখালী উপজেলার ১নং কধুরখীল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বদিউজ্জামান মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নুসরাত জাহান বোয়ালখালী উপজেলার ১নং কধুরখীল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বদিউজ্জামান মুন্সি বাড়ির প্রবাসী আবদুল মান্নানের কন্যা । চার বোনের মধ্যে নুসরাতের স্হান তৃতীয়। নুসরাত কধুরখীল ইউনিয়নের কধুরখীল ইউনাইটেড মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
১নং কধুরখীল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শিমুল শীল বলেন,নুসরাত শুক্রবার দুপুরে বাড়ির পার্শবর্তী পুকুরে গোসলের সময় কোমরে দড়ি দিয়ে প্লাস্টিকের বোতল বেঁধে সাঁতার শিখতে গিয়ে কোমর থেকে বোতলের দড়ি ছিঁড়ে গেলে নুসরাত পুকুরের পানিতে ডুবে যায়। এক পর্যায়ে নুসরাতকে তার মা দুপুরের ভাত খাওয়ার জন্যপুকুর পাড়ে ডাকতে গেলে পুকুরে শুধু বোতল ভাসতে দেখেন তার মা।
পরে নুসরাতের মায়ের চিৎকার শুনে পার্শবর্তী মসজিদ থেকে মুসল্লিরা এসে নুসরাতকে পুকুর থেকে উদ্ধার করে প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।
চমেক হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক নুসরাতকে পরীক্ষা নিরীক্ষা করে বিকেল সাড়ে ৩টার দিকে নুসরাতকে মৃত করেছেন বলে জানিয়েছেন তিনি।