যাছাই বাছাইয়ে বাদ যাওয়া চট্টগ্রামের তিনটি আসনের স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বৈধতা পেয়েছে আপীলে। রবিবার নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ নির্বাচন কমিশনাররা প্রার্থীদের বক্তব্য শুনে শুনানি শেষে রায় দিয়েছেন। নির্বাচনে মনোনয়ন ফিরে পাওয়া প্রার্থীরা হলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব। তবে আপিল নামঞ্জুর হয়েছে চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. ইমরানের।
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে প্রার্থীতা ফিরে পেয়েছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মাহবুব রহমান রুহেল। বর্ষীয়ান নেতার ‘উত্তরসূরী’ হিসেবে মনোনয়ন পেলেও তাকে এখন পাঞ্জা’ লড়তে হবে পোড়খাওয়া রাজনীতিবিদ গিয়াস উদ্দিনের সঙ্গে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে প্রার্থীতা ফিরে পেয়েছেন। আসনটিতে আওয়ামী লীগের হয়ে লড়ছেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ। ফলে তাকেও দলীয় স্বতন্ত্র প্রার্থীর প্রতিদ্বন্ধিতার মুখে পড়তে হচ্ছে।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা নদভীকে পড়তে হচ্ছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেবের বিরোধিতার মুখে। ‘ত্রুটিযুক্ত’ ভোটার তালিকায় প্রার্থী তালিকা থেকে ছিটকে পড়লেও আপিলে টিকে গেছে তার মনোনয়নপত্র।
এদিকে তিন হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন বৈধতা পাওয়ায় এসব আসনে নির্বাচনী আমেজ জমজমাট লড়াই হবে বলে ভোটারদের ধারণা। এর বাইরে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ইতোমধ্যে স্বতন্ত্র প্রার্থী গত তিনবারের সাংসদ সাবেক হুইপ সামশুল হক চৌধুরী ও নৌকা প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর সমর্থকদের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়ে গেছে। অপরদিকে সাতকানিয়া-লোহগাড়ায় নদভী সমর্থকদের ঝাড়– মিছিলের প্রতিবাদে আওয়ামী লীগের ব্যানারে বিশাল শোডাউন করে নিজের অবস্থান জানান দিয়েছেন এম এ মোতালেব।