তিনদিনের সকল জল্পনা কল্পনা শেষে নির্বাচনের এক সপ্তাহ আগে মাঠ থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নিলেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী অধ্যাপক এমএ মান্নান চৌধুরী।
মঙ্গলবার (২১মে) রাত ৯ টায় নগরীর সার্সন রোডস্থ স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির বাস ভবনে এক বৈঠকে তিনি অপর প্রার্থী তৌহিদুল হক চৌধুরীকে সমর্থন দিয়ে নির্বাচনী মাঠ থেকে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন বলে জানান।
এর আগে গত ১ মে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় অধ্যাপক এমএ মান্নান চৌধুরীকে সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও উপজেলা আওয়ামীলীগ উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা দিয়ে ছিলেন। তবে নির্বাচন কমিশন সূত্রে জানা যায় এম এ মান্নান চৌধুরী নিজের প্রার্থীতা প্রত্যার করলেও নির্দিষ্ট সময়ে প্রত্যাহার না করায় নির্বাচনের ব্যালটে তার নাম ও প্রতীক থাকবে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী বলেন, আমাদের অভিভাবক সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদায়, তার সিদ্ধান্তই চুড়ান্ত। উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সবার সম্মতিক্রমে আগামী ২৯ মে উপজেলা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী প্রার্থীতা প্রত্যাহার করে নিয়ে ওপর প্রার্থী তৌহিদুল হক চৌধুরীকে সমর্থন দিযেছেন। এখন আমাদের প্রার্থী দোয়াত কলম প্রতীকের তৌহিদুল হক চৌধুরী। এমপি মহোদয়ের এ নির্দেশনা আমরা পালন করব।
জানা যায়, তৃতীয় ধাপে আগামী ২৯ মে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে, এতে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরীকে আওয়ামীলীগের বর্ধিত সভায় সরাসরি সমর্থন দেন উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। অপরদিকে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপির অনুসারী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক এবং জনগণের সমর্থীত প্রার্থী হিসেবে পরিচিত বর্তমান দুইবারের উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
এদিকে এমএ মান্নান চৌধুরীর প্রার্থীতা প্রতাহারের ঘোষণা উপজেলায বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হাটে মাঠে ঘাটে দিনভর এই আলোচনা চলছে। রাজনীতিবিদদের মতে এই সিদ্ধান্ত আরো আগে নেওয়া দরকার ছিল।