অন্যায়ভাবে আটক সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে মুক্তি, দেশে গণতন্ত্র,আইনের শাসন, ভোটাধিকারসহ মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে চট্টগ্রাম মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার (১০ ডিসেম্বর) সকালে নগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডে এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী। এতে নগর, থানা ও ওয়ার্ডের অসংখ্য নেতাকর্মীসহ স্বৈরাচার সরকার থেকে মুক্তিকামী মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে মহানগরীর সহকারী সেক্রেটারি মাহমুদে ইলাহী বলেন, খুনি হাসিনা সরকার আন্তর্জাতিতক মানবাধিকার লঙ্ঘনকারী একটি সংগঠন হিসেবে স্বীকৃতি পেয়েছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক আদালতে আইনের আওতায় আনার জন্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। খুনি হাসিনা যত গুম,খুন, রাহাজানি করেছে এ দেশের মানুষ তার বিচার একদিন না একদিন করবে, ইনশাআল্লাহ।