ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে বাঁশখালীতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ১৪ জন প্রার্থী।
বৃহস্পতিবার (৯ মে) জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) কাছে প্রার্থীরা মনোনয়ন জমা দেন।
জেলা প্রশাসন কার্যালয়ের তথ্যানুযায়ী, বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী মনোনয়ন জমা দেন।
বাঁশখালীতে চেয়রাম্যানের পদে মনোনয়ন দাখিল করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক খোরশেদ আলম, দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক সিকদার, মো. ইমরানুল হক, জাহিদুল হক চৌধুরী মার্শাল, বাঁশখালীর সাবেক পৌর মেয়র শেখ ফখরুদ্দীন চৌধুরী। ভাইস চেয়ারম্যান পদে আক্তার হোসাইন, আরিফুর রহমান, ইমরুল হক চৌধুরী, মো. আরিফুজ্জামান, এম.এ মালেক, মো. ওসমান গণি। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রেহেনা আকতার কাজমী, নুরীমন, ইয়ামুন নাহার।
বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন মোল্লা বলেন, চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। তিন পদের বিপরীতে মোট ১৪ টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে চেয়রাম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন জমা দেন। আগামী ১২ মে মনোনয়ন যাচাই বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২০ মে। ভোটগ্রহণ হবে ৫ জুন।