ছালেহ আহমদের পরিবারের পাশে দোহাজারী পৌর মেয়র লোকমান হাকিম

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার মৃত মুন্সি মিয়ার চার ছেলের মধ্যে ৪০ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিলো গত এক যুগ ধরে। জমি সংক্রান্ত সেই বিরোধের জের ধরে গত শুক্রবার (২৮ জুলাই) সকালে তারা মারামারিতে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের চার জন আহত হয়। আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাত আনুমানিক ১২ টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছালেহ আহমদ। পরদিন শনিবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টায় জানাযা নামাজ শেষে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

রবিবার (৩০ জুলাই) দুপুরে দিয়াকুল সিকদার পাড়া এলাকায় নিহত ছালেহ আহমদের শোকসন্তপ্ত পরিবারকে শান্তনা জানাতে তাঁর বাড়িতে ছুটে যান নবনির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম। এসময় তাঁর সাথে ছিলেন ৯নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মোহাং নাজিম উদ্দীন, ৮নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর চিত্ত রঞ্জন বিশ্বাস, সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দিন সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

নিহত ছালেহ আহমদের বাড়িতে গিয়ে তাঁর বৃদ্ধা মাতা ও পরিবারের অন্যান্য সদস্য ও স্বজনদের তাদের কথা বলেন তিনি। নবনির্বাচিত পৌর মেয়রকে দেখে সদ্য পুত্র হারা বৃদ্ধা সফুরা খাতুন আবেগ আপ্লুত হয়ে পড়েন। এ সময় তাঁকে সমবেদনা জানানোর পাশাপাশি ধৈর্য ধারণের আহবান জানান নবনির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম।

আরও পড়ুন