চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার দশ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ মে) সকাল দশটা থেকে শুরু হয় এই চাল বিতরণ কার্যক্রম। দোহাজারী পৌরসভার নয়টি ওয়ার্ডের মোট এক হাজার পাঁচশ চল্লিশ জনকে দশ কেজি করে ভিজিএফ এর এই চাল দেওয়া হয়েছে।
পৌরসভা কার্যালয়ে চাল বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ মোহাম্মদ লোকমান হাকিম।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়, পৌর কাউন্সিলর মোহাঃ শাহ্ আলম, মোহাম্মদ ইদ্রিস, এসএম পহর উদ্দিন, চিত্ত রঞ্জন বিশ্বাস, রাজিয়া সুলতানা রাজু, আয়েশা আক্তার প্রমূখ।
উদ্বোধন শেষে নিজে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের তদারকি করেন পৌর মেয়র আলহাজ মোহাম্মদ লোকমান হাকিম।