চন্দনাইশে এসএসসিতে শীর্ষে বিজিসি একাডেমী স্কুল এন্ড কলেজ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ২৬টি প্রতিষ্ঠানের মধ্যে ২০টি প্রতিষ্ঠানের মোট ১৮২ জন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে উপজেলায় সবচেয়ে ভাল ফল করেছে বেগম গুল চেমন আরা একাডেমী স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটির মোট ১৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭৭ জন পরীক্ষার্থী পাশ করেছে, পাশের হার শতকরা ৯৯.৪৪ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১জন পরীক্ষার্থী।
জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে উপজেলায় দ্বিতীয় হয়েছে কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির ১৭জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তবে পাশের দিক থেকে শতকরা হার ৯৪.৭৬ ভাগ নিয়ে প্রতিষ্ঠানটি উপজেলায় পঞ্চম স্থানে রয়েছে। বিদ্যালয়টি থেকে ২৬৭জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ২৫৩জন।
জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে উপজেলায় তৃতীয় স্থান লাভ করেছে গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টির ১৫জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তবে পাশের দিক থেকে শতকরা হার ৮২.৯৫ ভাগ নিয়ে উপজেলার ২৬টি প্রতিষ্ঠানের মধ্যে এটির অবস্থান ১৩তম। প্রতিষ্ঠানটির ৩৮৭জন পরীক্ষার্থীর মধ্যে ৩২১জন উত্তীর্ণ হয়েছে।
এছাড়া বরকল এস জেড উচ্চ বিদ্যালয় থেকে ১৪জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়টির ২৭৬জন পরীক্ষার্থীর মধ্যে ১৯১জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার শতকরা ৬৯.২০ ভাগ। দোহাজারী জামিজুরী উচ্চ বিদ্যালয় থেকেও ১৩জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। প্রতিষ্ঠানটির ২৬৮জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২১৪জন। পাশের হার শতকরা ৭৯.৮৫ ভাগ। দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ১২জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়টি থেকে ১২১জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১৩জন। পাশের হার শতকরা ৯৩.৩৯ ভাগ।
উপজেলার বাকি ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে হাছনদন্ডী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭জন, কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের ৬জন, চামুদরিয়া ইউনাইটেড ইনিস্টিউট উচ্চ বিদ্যালয়ের ৬জন, বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ের ৫জন, হাশিমপুর এম.এ.কে.ইউ উচ্চ বিদ্যালয়ের ৫জন, শুচিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের ৪জন, পূর্ব সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ৩জন, বৈলতলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৩জন, সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৩জন, ধোপাছড়ি শীলঘাটা উচ্চ বিদ্যালয়ের ৩জন, জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের ২জন এবং গাছবাড়ীয়া মমতাজ বেগম স্কুল এন্ড কলেজ, বরকল আব্দুল হাই আঃ বেগম বালিকা উচ্চ বিদ্যালয় ও ফাতেমা জিন্নাহ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের ১জন করে পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।