বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের কারনে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বেশির ভাগ অগভীর নলকূপে পানি উঠছে না। যে টিউবওয়েলগুলো সচল আছে তাতেও পানি ওঠার পরিমাণ কমে গেছে।
এমতাবস্থায় সুপেয় পানির সংকট মেটাতে ভূ-গর্ভস্থ পানি উত্তোলনের জন্য দোহাজারী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নিয়েছে পৌর পরিষদ। পৌরসভার বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে পৌরসভার পাঁচটি ওয়ার্ডে পাঁচটি গভীর নলকূপ স্থাপন প্রকল্পের অংশ হিসেবে মঙ্গলবার (৪ জুন) দুপুরে পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের রায়জোয়ারা এলাকায় আলী হোসেন বেগম খাতুন সুন্নীয়া নুরানি একাডেমি মাঠে ৮শ ফিট গভীর নলকূপ স্থাপন কাজের উদ্বোধন করা হয়। দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ মোহাম্মদ লোকমান হাকিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বোরিং কাজ খননের মাধ্যমে গভীর নলকূপ স্থাপণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মোহাম্মদ আলমগীর।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, ৮নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্ত রঞ্জন বিশ্বাস, মহিলা কাউন্সিলর রাজিয়া সুলতানা রাজু, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক একেএম বাদশা, পৌরসভার ঠিকাদার সমিতির সভাপতি মনচুর আলী, অর্থ সম্পাদক মোঃ মুছা, দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ অভিভাবক সদস্য নুর মোহাম্মদ হোসেন, ঠিকাদার সৈকত দাশ ইমন, মোবারক হোসেন প্রমূখ। এসময় সেখানে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা দেলোয়ার হোসেন কাদেরী।
প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম বলেন, “বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে সুপেয় খাবার পানির চাহিদা মেটানো দুরূহ হয়ে পড়বে। এই পরিবর্তনের মোকাবেলায় দোহাজারী পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ সহ নানা কর্মসূচি গ্রহণ করা হবে। গভীর নলকূপ স্থাপনের ফলে দোহাজারী পৌরসভার ৯টি ওয়ার্ডে গ্রীষ্মকালে পানির সংকট অনেকাংশে কমবে। পানির সমস্যা নিরসনে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় আরো গভীর নলকূপ স্থাপিত হবে।”