মাদকমুক্ত সমাজ বিনির্মাণে খেলাধুলার অবদান অপরিসীম : লোকমান হাকিম

চন্দনাইশ উপজেলা যুবলীগ সদস্য ও আলহাজ্ব আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন সভাপতি আলহাজ্ব মো. লোকমান হাকিম বলেছেন, “মাদকমুক্ত সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই। সুন্দরভাবে বাঁচতে শরীর ও মনের সুস্থ্যতার বিকল্প নেই। মন ও শরীরকে সুস্থ রাখতে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম। খেলাধূলা মানুষের মন ও শরীরকে অনেক দৃঢ় করে। শৃঙখলা, ভাতৃত্ব, সম্প্রীতি সৃষ্টিতেও খেলাধূলা অনেক বেশি প্রয়োজনীয়। শিশুকাল থেকে খেলাধূলার অভ্যাস একজন মানুষকে সব সময় আনন্দমুখর থাকতে সহায়তা করে। যারা খেলাধূলা করেনা, নিজেদের ঘরের মধ্যে বন্দি রাখে, তারা নানারকম মানসিক সমস্যায় ভোগে। যার মধ্যে অন্যতম হচ্ছে বিষণ্ণতা ও বদমেজাজি। খেলাধুলা মানেই শরীরচর্চা আর নিয়মিত শরীরচর্চার মাধ্যমেই শরীরকে দীর্ঘদিন সুস্থ রাখা যায়।”

শনিবার (২৮ জানুয়ারি) বিকালে দোহাজারী পৌরসভার দেওয়ানহাট সংলগ্ন মাঠে পদ্মাপুকুর পাড়া ফুটবল একাদশ কর্তৃক প্রথম বারের মতো আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। টুর্নামেন্টের উদ্ভোধন করেন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি মোহাম্মদ রহিম উদ্দীন।

৪নং ওয়ার্ড আওয়ামী লীগ অর্থ সম্পাদক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দোহাজারী পৌরসভা যুবলীগ যুগ্ম আহবায়ক মিসবাহ উদ্দিন খান ভুট্টো, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জিয়াউল হক জিয়া, সাধারণ সম্পাদক শেখ বারেক, কার্যকরী সদস্য এসএম পহর উদ্দিন, সৈয়দ ইয়াসিন আলী সুলতানী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ তথ্য ও গবেষণা সম্পাদক নাছির উদ্দীন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যকরী সদস্য মো. সুমন, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সদস্য মাসুদ রানা রুবেল, উপজেলা যুবলীগ নেতা জমির উদ্দিন সোহেল, ছাত্রলীগ নেতা মো. হোসেন, টুর্নামেন্ট কমিটির আবদুল্লাহ আল সাইমন, তানভীর হাছান রিয়াদ, মো. ইফতি, মো. মনসুর, আক্কাস উদ্দিন নয়ন প্রমূখ।

উদ্ভোধনী খেলায় তফজর আলী স্মৃতি সংঘ ফুটবল দল ৪-১ গোলে রাজস্থান শপিং ফুটবল দলকে পরাজিত করে। গোলের হ্যাটট্রিক করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের তানভীর।

খেলায় রেফারি ছিলেন মনজুর আলম। সহকারী রেফারী ছিলেন জুবাইদ ও মামুন।

আরও পড়ুন