গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠীর উদ্যোগে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ ৩৬নং গোসাইলডাঙ্গা ওয়ার্ডের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী কর্তৃক বর্ণিল আয়োজনে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট সফল সমাপ্তি হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর ) গোসাইলডাঙ্গাস্থ ডিবেইল এরিনা টার্ফে দিনব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টে সর্বমোট ৮টি দল ২টি গ্রুপে ভাগ হয়ে অংশ নেন। টিমগুলো হল পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, ধলেশ্বরী, মধুমতী, হালদা ও কর্ণফুলি। নক আউট পদ্ধতির এ টুর্নামেন্টের ফাইনালে পদ্মা দল ২ -১ গোলে হালদা দলকে হায়িয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন ক্রীড়া সংগঠক, কল্লোল সংঘের সভাপতি ও সিজেকেএস কাউন্সিলর শেখ নওশাদ সরোয়ার পিল্টু।

এসময় আরও উপস্থিত ছিলেন গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী ক্লাবের সাবেক সভাপতি মোকতার আহমদ , এসকান্দার ফারুক , বন্দর ট্রাক মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক আবু তালেব সোহেল , যুবক গোষ্ঠীর সাধারণ সম্পাদক সায়েদুল বাসার জুয়েল , যুগ্ম সম্পাদক সিজেকেএস কাউন্সিলর রায়হান উদ্দিন রুবেল , সিজেকেএস কাউন্সিলর আজাদ রহমান , সাবেক ফুটবলার আলমগীর আলম, বখতেয়ার আলম, সেলিম মামুন, মশিউর রহমান ভোলা, সাংবাদিক জাহেদ কায়সার, মোঃ শওকত, সহিদ সাইদ, আনোয়ার হোসেন, হুমায়ুন কবির, কারুল হাসান, মোঃ আকতার নুর আহামদ, মো বখতেয়ার, শেখ কামরুজ্জামানসহ ক্লাবের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ।

রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন সাবেক কৃতি ফুটবলার আলমগীর আলম।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ক্লাব নেতৃবৃন্দ, গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠীর ঐতিহ্য ফিরিয়ে এনে তরুণ প্রজন্মকে খেলাধূলামুখী করতে আরও বড় পরিসরে বিভিন্ন আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য রাখেন। মাদক ও সন্ত্রাসমুক্ত মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই বলেও বক্তারা অভিমত ব্যক্ত করেন।

আরও পড়ুন