আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেক্ট্রেশিয়ানের মৃত্যু
আনোয়ারায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগের মেরামত কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ মাসুদ (১৭) নামে এক ইলেক্ট্রেশিয়ানের মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত মাসুদ উপজেলার বারশত ইউনিয়নের গুন্দ্বীপপাড়া তোতাগাজির বাড়ির আবদুল মাবুদের পুত্র। সে স্থানীয় দিল মোহাম্মদের ঘরে বৈদ্যুতিক সংযোগের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজন ইকবাল তালুকদার বলেন, মাসুদ বিদ্যুৎ সংযোগের কাজ করত। শনিবার সন্ধ্যায় পাশের বাড়িতে বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরর্ত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিন ভাইয়ের মধ্যে সে সবার বড়। পরিবারের আয়ের একমাত্র মাধ্যম ছিলো সে। সংসারের অভাবের কারণে অল্প বয়সে ইলেকট্রিক্যালের কাজ করে সংসারের হাল ধরেছে। তার মৃত্যুতে পুরো পরিবারটি এখন অসহায় হয়ে গেল।