মহান বিজয় দিবস উপলক্ষে আনোয়ারায় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড( কাফকো)র আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার কাফকো হাউজিং সোসাইটির অডিটরিয়ামে এসভা অনুষ্ঠিত হয়।
কাফকো সিবিএ’র সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাফকোর চীফ অপারেশনস অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ ফারুক।
সিবিএ’র যুগ্ন সাধারণ সম্পাদক মো. মহসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাফকোর জেনারেল ম্যানেজার এডমিন এন্ড জিএম এস এম আলমগীর রহমান, সিবিএ’র সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন, সিবিএ’র উপদেষ্টা মো: মোবারক, অর্থ সম্পাদক আবু তাহের।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ জাতি স্বাধীনতা লাভ করেছেন। এখন তাঁর কন্যার নেতৃত্বে উন্নয়ন শীল রাষ্ট্র পেয়েছেন। তাই এই সরকার দেশের উন্নয়নের জন্য বারবার দরকার।