বন্ধন লায়ন্স ক্লাবের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লিটল স্টার প্লে স্কুলের সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম নগরীর উত্তর আগ্রাবাদস্থ মুহুরী পাড়া এলাকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম সম্পন্ন হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া চক্ষু ক্যাম্পে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে সেবা দেয়া হয়। এসময় বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন আবু তাহেরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল হক ডিউক, বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ থানার সহকারী শিক্ষা অফিসার আবু তোরাব মোহাম্মদ হাসান, এডভোকেট রোকন উদ্দিন মোহাম্মদ ফারুক এবং লিটল স্টার প্লে স্কুলের অধ্যক্ষ মাসুকা বেগম, সাউথ সিটি স্কুলের পরিচালক মোহাম্মদ আনিস।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের ট্রেজারার প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন আবুল খায়ের, লায়ন মোহাম্মদ আমিনুল হক, বন্ধন লিও ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি লিও আব্দুল্লাহ আল মারুফ, লিও আরমান উদ্দিন, লিও রায়হান করিম, লিও নিহাল, লিও নাঈম উদ্দিন, লিও শাহাদাত নুর প্রমূখ।
এসময় অতিথিবৃন্দ বলেন, মানবতার সেবায় লায়ন্সরা যে ভূমিকা রাখছে সমাজের অন্যদের জন্য তা অনুকরণীয় দৃষ্টান্ত। তাছাড়া দেশের অন্ধত্ব দূরীকরণে লায়ন্সরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের এ কর্মকান্ড অব্যাহত থাকলে একদিন দেশ অন্ধত্বমুক্ত হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।