চট্টগ্রামে লিও জেলার নতুন সেবাবর্ষের যাত্রা শুরু

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লিও জেলার নতুন সেবাবর্ষের প্রথমদিনে খতমে কোরান পরবর্তী বৃদ্ধাশ্রমে ২টি ফ্যান এবং বৈদ্যুতিক মিটার রিচার্জ, অপরাজেয় বাংলাদেশ নামক প্রতিষ্ঠানে পানির ফিল্টার ও খাদ্য বিতরণ , রিক্সাচালকদের মাঝে রেইন কোট বিতরণসহ নানা রকম সেবামূলক কর্মকান্ডের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছে।

লিও জেলা সচিব লিও মোঃ সিফাতুল ইসলাম সামির সঞ্চালনায় লায়ন্স চক্ষু হাসপাতালের হালিমা রোকেয়া হলে আয়োজিত বর্ষ শুরুর অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন লিও জেলা সভাপতি লিও দীপ্ত দে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪, এর কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লায়ন্স জেলার জিএলটি কো-অর্ডিনেটর লায়ন জাহানারা বেগম এমজেএফ, সিনিয়র গভর্নর এডভাইজর লায়ন এস.কে নন্দী, রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়ার্টার লায়ন আশরাফ আলী আশু, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আমজাদ হোসেন, লিও ক্লাবস চেয়ারম্যান ও প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন মো: বদিউর রহমান, লিও ইয়ুথ এক্সচেঞ্জ চেয়ারম্যান লায়ন মো: শাহ জালাল, প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন শাহাজাদা গাজী মো: গজনবী, লায়ন আবু নাসের রনি, লায়ন আবুল খায়ের, লায়ন মো: ওবায়দুর রহমান, লিও ইরফান মোস্তফা, সদ্য প্রাক্তন সভাপতি লিও আতিক শাহরিয়ার সাদিফ, লিও জেলা সহ-সভাপতি লিও মোঃ ইরফান উদ্দিন চৌধুরী রনি, লিও জেলা কোষাধ্যক্ষ লিও মোঃ সিরাজুল করিম হিরু, জেলা জিএলটি কো-অর্ডিনেটর লিও মেহেদী হাসান নয়ন, জেলা জিএমটি কো-অর্ডিনেটর লিও রাফিদ মো: আহনাফ, জেলা জিএসটি কো-অর্ডিনেটর লিও মিজানুর রহমান মামুন, লিও জেলা যুগ্ম সচিব লিও পৃথা পারমিতা রায়, লিও জেলা যুগ্ম কোষাধ্যক্ষ লিও জয়নাল আবেদিন, জেলা সিস্টার লিও কো-অর্ডিনেটর লিও হিরু জান্নাত সাথী, লিও রফিকুল ইসলাম সহ লিও জেলা ও লিও ক্লাবের সভাপতি ও অন্যান্য লায়ন্স ও লিওবৃন্দ।

আরও পড়ুন