পটিয়ায় পৃথক অগ্নিকান্ডে পুড়েছে ১৪ বসতঘর, নিহত ১

পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের ৩ নং ওর্য়াড সাধন মাষ্টারের বাড়িতে এবং কোলাগাঁও ইউনিয়নের উত্তর চাপড়া অন্তর চৌধুরী বাড়িতে শনিবার দিবাগত রাতে পৃথক অগ্নিকান্ডের ঘটনায় ১জন নিহত এবং ১৪ বসতঘর পুড়ে গেছে। নিহতের নাম নয়ন দাশ (৩৮)। সে কেলিশহর ইউনিয়নের ৩ নং ওর্য়াড সাধন মাষ্টারের বাড়ির স্বপন দাশের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আশুতোষ দাশ বাসু জানান, শনিবার রাত ১১ টার সময় রান্না ঘরের চুলার থেকে আগুন লেগে বেড়ার ও মাটির ৮ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় শুভ দাশ বলেন, প্রথমে আগুনের লেলিখান শিখা দেখতে পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে নয়ন পুড়ে গিয়ে আহত হলে প্রথমে পটিয়া হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

নিহত নয়নের ২ মেয়ে ১ ছেলে রয়েছে। সেই পেশায় একজন মুরগির ফার্মের কর্মচারী।

অগ্নিকান্ডে অপরাপর ক্ষতিগ্রস্থরা হলেন স্বপন দাশ, তপন দাশ, অরুন দাশ, বরুণ দাশ, নিকুঞ্জ, দোলন।

এদিকে কোলাগাঁও ইউনিয়নের উত্তর চাপড়া অন্তর চৌধুরী বাড়িতে শনিবার দিবাগত রাত ২টার দিকে বৈদ্যুাতিক তারের থেকে আগুণ লেগে ৭ বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় চিকিৎসক অসীম মহাজন জানান, রাতে আগুন দেখতে পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এরই মধ্যে মাটির ও টিনের মোট ৭টি বসতঘর পুড়ে যায়।

এতে ক্ষতিগ্রস্থরা হলেন সুধাংশু চেীধুরী, বিপুল, রুপন, লিটন, দুলাল, সুমন।

পটিয়া ফায়ার সার্ভিসের লিডার শেখ আবু জাহিদ বলেন, কেলিশহর এলাকার আগুনে আনুমানিক ৪লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে এবং ১জন নিহত হয়েছে। আমরা চেষ্টা করে ১৫ লাখ টাকার ঘরের জিনিসপত্র উদ্ধার করতে পেরেছি। এছাাড়া কোলাগাঁও ইউনিয়নের চাপড়া গ্রামের অগ্নিকান্ডে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

আরও পড়ুন