বন্ধন লায়ন্স ক্লাবের নিয়মিত সভা অনুষ্ঠিত

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন ও লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের যৌথ নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) সকালে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন মোহাম্মদ সেলিম।

বন্ধন লায়ন্স ক্লাবের সেক্রেটারী লায়ন আবু তাহের’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি লায়ন মামুনুর রশীদ মামুন, ভাইস প্রেসিডেন্ট ও সার্ভিস চেয়ারপার্সন লায়ন আবুল খায়ের, ট্রেজারার লায়ন হাছান তারেক চৌধুরী, ক্লাব ডিরেক্টর লায়ন মোহাম্মদ আমিন, লায়ন সাজ্জাদ আলী, বন্ধন লিও ক্লাবের প্রাক্তন সভাপতিবৃন্দ যথাক্রমে লিও বিদ্যুৎ সেন, লিও মাহমুদুল হাসান শাকিল, লিও মনির হোসেন বাপ্পি, লিও আব্দুল্লাহ আল মারুফ, লিও সাফায়েত মারুফ আবির, বন্ধন লিও ক্লাবের চলতি সেবা বর্ষের সভাপতি লিও নুর মোহাম্মদ, সদ্য প্রাক্তন সভাপতি লিও আরমান উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট লিও ইমরানুল হক ইমু, লিও নুরুল করিম রায়হান, লিও ক্লাব সেক্রেটারী লিও নাইম উদ্দিন সাফায়েত প্রমূখ।

সভার শুরুতে গত বছরের সেবা কার্যক্রমের ওপর বিস্তারিত আলোকপাত এবং ট্রেজারার রিপোর্ট উপস্থাপনের পর ক্লাব নেতৃবৃন্দ সার্বিক পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। সভায় চলতি সপ্তাহে বৃক্ষরোপণ কার্যক্রম এবং আগামী ২০ জুলাই ক্লাবের স্কুলিং কর্মসূচী সম্পন্নের সিন্ধান্ত গৃহীত হয়। তাছাড়া ক্লাবের সেবা কার্যক্রমকে আরও গতিশীল এবং সদস্যদের সক্রিয় করতে বিভিন্ন সিন্ধান্ত গৃহীত হয়। প্রতিমাসে অন্তত দুটি সেবা কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে সকলে ঐক্যমত পোষণ করেন।

আরও পড়ুন