ব্লুমিং স্টার লায়ন্স ক্লাবের দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

লায়ন্স ক্লাব অফ চিটাগাংব্লুমিং স্টারের হ্যান্ড ওভার টেক ওভার প্রোগ্রাম ও রেগুলার ও বোর্ড মিটিং এবং ডিজি রিসিপশন প্রোগ্রাম ১৪ই জুন রোজ রবিবার লায়ন্স ফাউন্ডেশনের প্রকৃতি হলে অনুষ্ঠিত হয়। ১ম পর্বের অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অফ চিটাগাং ব্লুমিং স্টারের প্রেসিডেন্ট লায়ন মোঃ জিয়াউল হক সোহেলের সভাপতিত্বে ক্লাব সেক্রেটারি লায়ন রুবেল রানার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল এমজেএফ, বিশেষ অতিথি ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন চৌধুরী অপু এমজেএফ, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ।

এতে আরো উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, কেবিনেট ট্রেজারার লায়ন ইমতিয়াজ আহমেদ, রিজিওন চেয়ারপার্সন হেড কোয়ার্টার লায়ন এডভোকেট ইকবাল হোসেন এমজেএফ, রিজিওন চেয়ারপার্সন লায়ন নবিউল হক সুমন, রিজিওন,কেবিনেট জয়েন্ট সেক্রেটারি লায়ন জিল্লুর রহমান এমজেএফ, জোন চেয়ারপার্সন কনসার্ন লায়ন খলিল উল্লাহ চৌধুরী সাকিব, জোন চেয়ারপার্সন কনসার্ন লায়ন মোঃ আনিসুর রহমান, ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন আরমান উর রাসুল, ডিস্ট্রিক্ট সেক্রেটারি লায়ন নাঈম সারওয়ার জিতু, ভাইস প্রেসিডেন্ট-২ লায়ন এডভোকেট হাসান আলী রুমান, মেম্বারশিপ চেয়ারপার্সন সেক্রেটারি লায়ন রেজওয়ান আদর,  ক্লাব ট্রেজারার লায়ন এহতেশামুল হক খান হামীম , ক্লাব এডমিনিস্ট্রেটর লায়ন শেখ আব্দুল কাদের অভি,জয়ে, ক্লাব প্রোগ্রাম চেয়ারপার্সন লায়ন শামীম আজাদ রুবেল, ক্লাব মার্কেটিং চেয়ারপার্সন লায়ন মোঃ ইলিয়াস, ক্লাব ডিরেক্টর লায়ন এহসানুল কবীর, লায়ন মনোয়ার সাদাত এলবিন, লায়ন আসিফুর রহমান চৌধুরী, লায়ন ওয়াসিউল বারী সজীবসহ প্রমূখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জেলা গভর্নর ও ১ম ও ২য় ভাইস জেলা গভর্নর মহোদয় গন নতুন ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোঃ এডভোকেট হাসান আলী রুমান এর হাতে গংবেল তুলে দেন।

আরও পড়ুন