দোহাজারী পৌরসভা কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দোহাজারী পৌরসভা উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে পৌর কার্যালয় প্রাঙ্গণের শহীদ মিনারে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চন্দনাইশ উপজেলা কমান্ডের কমান্ডার ও মুক্তিযুদ্ধকালীন ১৫৪নং গ্রুপের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু।

উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সাবেক ইউপি সদস্য ও দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. শাহ্ আলম ও এসএম জামাল উদ্দিন, পৌরসভার উপসহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) তন্ময় চাকমা, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এস.আই) মো. বিল্লাল হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন, দোহাজারী পৌরসভা মহিলা আওয়ামী লীগ সভাপতি সাহেদা বেগম, পৌরসভার লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া, সহকারী কর আদায়কারী মিজানুর রহমান, কনজারভেন্সি ইন্সপেক্টর জমির উদ্দিন, পৌরসভার ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা কামাল হোসেন, টিকাদানকারী কর্মকর্তা আইভীন আফরোজা প্রমূখ।

আরও পড়ুন