বিশ্বকে উষ্ণায়নের অনিষ্ট থেকে রক্ষা ও পরিবেশের ভারসাম্যের একমাত্র উপায় হচ্ছে বৃক্ষরোপন। তাই বৃক্ষরোপন কর্মসূচীকে সামাজিক আন্দোলনে পরিনত করতে হবে। পরিবেশকে উন্নত করতে হলে বৃক্ষরোপন ছাড়া বিকল্প কোন পথ নাই। তারই পরিপ্রেক্ষিতে লায়ন্স জেলা ৩১৫-বি৪ প্রতি বৎসরের ন্যায় এ বৎসরও বিপুল উৎসাহ উদ্দীপনায় জেলা গভর্ণর বৃক্ষ রোপনের এক ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছেন।
বৃক্ষরোপন কমিটির চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন ও চারা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪, এর জেলা গভর্ণর লায়ন কোহিনুর কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তণ জেলা গভর্ণর লায়ন এমডি.এম. মহিউদ্দিন চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু, দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন মোঃ কামরুজ্জামান লিটন।
এসময় অন্যান্যের মধ্যে প্রাক্তণ জেলা গভর্ণর লায়ন এস.এম. সামসুদ্দিন, লায়ন মোঃ মোস্তাক হোসাইন, লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, কেবিনেট সেক্রেটারী লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, কেবিনেট ট্রেজারার লায়ন মোঃ ইমতিয়াজ ইসলাম, বৃক্ষরোপন কমিটির এডভাইজার লায়ন আহমেদ হোসেন, লায়ন মাহবুবুল হক খান, লায়ন তারেক কামাল, লায়ন জাহাঙ্গীর আলম জোসেফ, বৃক্ষরোপন কমিটির পেট্রন লায়ন পারভিন মাহমুদ এফসিএ, কো-চেয়ারম্যান লায়ন মোঃ খোরশেদ আলম, লায়ন মোঃ আমজাদ হোসেন, লায়ন আমেনা সুলতানা ডলি, মেম্বার সেক্রেটারী লায়ন মোহাম্মদ হোসেন (রানা), ট্রেজারার লায়ন সুব্রত ভৌমিক, কমিটির মেম্বারবৃন্দ, লায়ন্স জেলার সিনিয়র লায়ন নেতৃবৃন্দ ও বিভিন্ন ক্লাব থেকে আগত ক্লাব প্রেসিডেন্ট, সেক্রেটারী সহ অন্যান্য লায়ন ও লিওবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে এবং বৃক্ষরোপন কর্মসূচীর কমিটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বৃক্ষরোপন কর্মসূচীকে একটি সামাজিক আন্দোলনে পরিনত করার আহবান জানান। উক্ত কর্মসূচীকে সাফল্যমন্ডিত করার জন্য উপদেশ প্রদান করে প্রধান অতিথি সিএলএফ চত্বরে বিভিন্ন ফলজ গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্ভোধন করেন। পরে বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের মাঝে ১২ হাজার বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরন করেন। বৃক্ষরোপন কমিটির চেয়ারম্যান অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য উপস্থিত সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।