রাঙ্গুনিয়ায় এতিমখানায় সুপেয় পানির ট্যাংক দিলো সেন্ট্রাল লায়ন্স ক্লাব
রাঙ্গুনিয়ায় এতিমখানায় সুপেয় পানির ট্যাংক দিলো সেন্ট্রাল লায়ন্স ক্লাব। শিক্ষার্থীদের সুপেয় পানি পান নিশ্চিত করতে রাঙ্গুনিয়াস্থ রওশন পল্লী এলাকায় নুরুল আবসার এতিমখানা ও মাদ্রাসায় এ পানির ট্যাংক প্রদান লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল।
বুধবার (৫ অক্টোবর) পানির ট্যাংকের সাথে খাদ্য সামগ্রী ও শিক্ষক দিবস উপলক্ষে মাদ্রাসা শিক্ষকদের মধ্যে উপহার তুলে দেয়ার এ বর্ণিল আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর গভর্ণর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, বিশেষ অতিথি ছিলেন লায়ন্স জেলার ক্যাবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ চৌধুরী।
আরও পড়ুন : ctgsangbad24.com/nogor/669
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের সেক্রেটারি লায়ন জুনায়েত রহমান রিফাত, ট্রেজারার লায়ন ফজলুল রহমান অপু, লায়ন্স ক্লাব অব চিটাগাং এপেক্সের সভাপতি লায়ন কাজী ইমাম হোছাইন আবিদ, লায়ন মীর মোহাম্মদ ফয়সাল, লায়ন মোহাম্মদ ইকবাল, লিও জেলা সভাপতি লিও ইরফান মোস্তফা, লিও জেলা ট্রেজারার লিও শওকত, লিও নয়ন, লিও রাব্বিসহ প্রমুখ।
এ সময় জেলা গভর্ণর বলেন, পানির অপরনাম জীবন। মাদ্রাসা শিক্ষার্থীদের সুপেয় পানির ব্যবস্থা একটি মহতী উদ্যোগ। সেই সাথে শিক্ষক দিবসে শ্রদ্ধেয় শিক্ষকদের সম্মানিত করার মধ্য দিয়ে ভবিষ্যতে যোগ্য নাগরিক গড়ে তোলার কাজে নিয়োজিতদের উৎসাহ বাড়িয়ে দিবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।