জন্ম ও মৃত্যু নিবন্ধনে চট্টগ্রামে সেরা বাঁশখালীর সাধনপুর ইউনিয়ন

জন্ম ও মৃত্যুু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদনা করার স্বীকৃতি স্বরূপ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়ন পরিষদ জেলা পর্যায়ে সেরা ইউনিয়ন পরিষদ নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছে। চট্টগ্রাম জেলার ১৯১ টি ইউনিয়ন পরিষদের মধ্যে বিগত ২ মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধনের মাসিক টার্গেটের চেয়ে অধিক এবং এ কার্যক্রমে সৃজনশীল ও ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহণ করায় সাধনপুর ইউনিয়ন পরিষদ এ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

বৃহস্পতিবার ( ৬ অক্টোবর) জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দীন সাধনপুর ইউপির চেয়ারম্যান কে.এম. সালাহউদ্দীন কামাল ও সচিব নোবেল ভট্টাচার্য-কে শ্রেষ্ঠত্বের এ সম্মাননা প্রদান করেছেন।

জেলা প্রশাসক মো. মমিনুর রহমান এর সভাপতিত্বে ডিডি (এলজি) বদিউল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও পরিচালক-স্থানীয় সরকার ড. প্রকাশ কান্তি চৌধুরী, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. শাকাওয়াত উল্লাহ, সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী প্রমূখ।

এ ব্যাপারে উল্লসিত চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বলেন, ‘বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর অক্লান্ত পরিশ্রমের ফসল এটা। আমি পরিষদের চেয়ারম্যান, সচিব, মেম্বারসহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানাচ্ছি। সাধনপুর ইউনিয়ন শ্রেষ্ঠত্ব অর্জন করায় জেলার অন্যান্য ইউনিয়ন পরিষদও উৎসাহী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।’

ইউএনও সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘চেয়ারম্যান, মেম্বার, সচিব, গ্রাম পুলিশ ও উদ্যোক্তাদের নিয়ে বারবার মিটিং করা হয়েছে। উপজেলা টাস্কফোর্স কমিটি সংশ্লিষ্টদের সক্রিয় রাখতে নিরলস পরিশ্রম করায় আমাদের এ সফলতা এসেছে।’

চট্টগ্রাম জেলার ১৯১ টি ইউনিয়ন পরিষদের মধ্যে বাঁশখালীর সাধনপুর ইউনিয়ন শ্রেষ্ঠত্ব অর্জন করায় উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন চেয়ারম্যান কে.এম. সালাহউদ্দীন কামাল। তিনি বলেন, কাজের স্বীকৃতি পেয়ে আমি সত্যিই আনন্দিত। এ সম্মান সম্মানিত সাধনপুর ইউনিয়নবাসীকে উৎসর্গ করলাম।

আরও পড়ুন