সেন্ট্রাল লায়ন্স ক্লাবের দায়িত্ব হস্তান্তর
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল লায়ন জেলা ৩১৫ বি৪ এর অধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের নিয়মিত সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
ক্লাব সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মনজারে খোরশেদ আলম এর সভাপতিত্বে সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শোনানো হয়, ক্লাবের প্রয়াত লায়ন কে পি দাশের মৃত্যুতে শোক প্রস্তাব উপস্থাপন, বিগত বছরের ট্রেজারর রিপোর্ট আলোচনা পর্যালোচনা ও সামান্য সংশোধনী-ক্রমে তা গৃহীত হয়। পরে নবনির্বাচিত কমিটির নিকট আনুষ্ঠানিক দায়িত্বভার হস্তান্তর করা হয়।
নতুন সেবা বর্ষের বিভিন্ন পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন প্রেসিডেন্ট লায়ন সরদার মোহাম্মদ জুবায়ের, ভাইস প্রেসিডেন্ট লায়ন হানিফা নাজিব হেনা ও লায়ন জুনায়েত রহমান রিফাত, সেক্রেটারি এ কে এম আতাউল হক তানভীর এবং ট্রেজারর লায়ন ফজলুর রহমান অপু।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি-৪ বাংলাদেশের জেলা গভর্ণর লায়ন লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী এমজেএফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্ণর লায়ন শেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন কোহিনূর কামাল এমজেএফ, দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন মোসলেহ উদ্দিন অপু, প্রাক্তন জেলা গভর্ণর লায়ন মোঃ মোস্তাক হোসাইন, কেবিনেট ট্রেজারার লায়ন ইমতিয়াজ ইসলাম।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লায়ন হাসান মাহমুদ, লায়ন সামাদ খান, লায়ন ডাঃ দুলাল দাশ, লায়ন ক্যাপ্টইন এম এস আই ভুইয়া, লায়ন এ কে এম আবু তাহের, লায়ন রইস আহমেদ, লায়ন কামাল হোসেন, লায়ন এসকে বসাক এফসিএ, লায়ন এস এম কামাল পাশা, লায়ন কামরুজ্জামান লিটন, লায়ন শোভন বড়ুয়া, লায়ন শফিকুল ইসলাম, লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, লায়ন খসরু আনোয়ার, লায়ন বদিউর রহমান, লায়ন মোঃ নাজের, লায়ন অঞ্জনা রায় চৌধুরী, লায়ন সম্পদা তালুকদার, লায়ন ফরিদুল আলম, লায়ন ফরমান আনসারী, লায়ন মহিউদ্দিন, লায়ন মুজিবুল মান্নান, লায়ন জান্নাত আরা, লায়ন জিয়া উদ্দিন সিদ্দিকী, ওয়াহিদ হাসান, লিও ইরফান মোস্তফা, লিও দীপ্ত দে, লিও মেহেদী হাসান, লিও সাইফুল, লিও হিমেল প্রমূখ।