চট্টগ্রামের ওয়ারেন্ট তামিলে সেরা বোয়ালখানী থানার সাইফুল
চট্টগ্রামের বোয়ালখালী থানার এএসআই (নিরস্ত্র) মো. সাইফুল ইসলাম চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন। রবিবার (২৩জুলাই) চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ বোয়ালখালী থানার এএসআই (নিরস্ত্র) সাইফুল ইসলামের হাতে ক্রেস্টসহ অন্যান্য পুরস্কার তুলে দেন।
এ সময় পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ এর নেতৃত্বে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আছহাব উদ্দিনসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বোয়ালখালী থানায় কর্মরত এএসআই (নিরস্ত্র) মো.সাইফুল ইসলাম অত্যন্ত সুকৌশলে অসংখ্য ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করায় গত মাসে ওয়ারেন্ট, সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট এর আসামি গ্রেফতারে চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছে। এর আগেও এএসআই (নিরস্ত্র) মো.সাইফুল ইসলাম একাধিকার পুরস্কার প্রাপ্ত হন।
পুরস্কার প্রাপ্ত মো.সাইফুল ইসলাম বলেন, পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ দিকনির্দেশনায় এ সফলতা অর্জন করেছি। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ হাত থেকে এ ধরণের পুরস্কারে কর্মের ওপর আগ্রহ অনেকগুণ বেড়ে যায় বলে জানায় তিনি।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আছহাব উদ্দিন বলেন, বোয়ালখালী থানার এএসআই (নিরস্ত্র) মো.সাইফুল ইসলাম একজন দক্ষ ও অত্যন্ত পরিশ্রমী অফিসার। আগামীতে সে আরো ভালো করবে।আমি তার সফলতা কামনা করছি।