চট্টগ্রামে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে জাতীয় পার্টি। দলটি ২৮৯ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। ২৭ নভেম্বর (সোমবার) সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ২৮৯ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। বাকি ১১টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে। এতে চট্টগ্রামের ১৬ আসনে মধ্যে ১৪ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
মনোনয়নপ্রাপ্তরা হলেন :

চট্টগ্রাম-১ (মিরসরাই) মো. এমদাদ হোসেন চৌধুরী,
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি ) মো. শফিউল আজম চৌধুরী,
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) এম এ সালাম,
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) মো. দিদারুল কবির,
চট্টগ্রাম-৫ (হাটহাজারী ) ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ,
চট্টগ্রাম-৬ (রাউজান ) মো. শফিউল আলম চৌধুরী,
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া), মুসা আহমেদ রানা,
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) সোলায়মান আলম শেঠ,
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) সানজিদ রশীদ চৌধুরী,
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) কোন নাম ঘোষণা করেনি,
চট্টগ্রাম-১১ (বন্দর) কোন নাম ঘোষণা করেনি
চট্টগ্রাম-১২ (পটিয়া) মো. নুরুচ্ছফা সরকার,
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আব্দুর রব চৌধুরী,
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আবু জাফর মো. ওলিউল্লাহ,
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগড়া) মো. সালেম,
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) মাহমুদুল ইসলাম চৌধুরী।

আরও পড়ুন