চবিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাস সংলগ্ন আজাদ কলোনিতে মোঃ মোস্তফা (৪৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হাটহাজারী পুলিশ। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টায় হাটহাজারী রেলওয়ে স্টেশনের পাশে আজাদ কলোনি থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত মোস্তফার বাড়ি সিলেট। তিনি মৃত সিরাজ মিয়া ও রহিমা বেগমের ছেলে। ক্যাম্পাস সংলগ্ন আজাদ কলোনিতে ভাড়া বাসায় থাকতেন।
হাটহাজারী থানার ডিউটি অফিসার ও সাব ইন্সপেক্টর আসাদুজ্জামান বলেন, বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় একব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে।